আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের শুরু থেকেই শিরোনামে সৌরভ গাঙ্গুলি।
প্রথমে দিল্লি-ব্যাঙ্গালোর ম্যাচে বিরাট কোহলির সঙ্গে 'হ্যান্ডশেখ বিভ্রাট'। যদিও দ্বিতীয় লেগে একে অপরের সঙ্গে সৌহার্দ বিনিময় করেন দু'জনেই। হাতও মেলায়। কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি। সৌরভ গাঙ্গুলির একটি টুইটকে কেন্দ্র করে আবার বিতর্কের ঝড় ওঠে। আরসিবির বিরুদ্ধে শুভমন গিলের শতরানের পর একটি টুইট করেছিলেন সৌরভ। সেখানে লেখেন, 'এই দেশ এরকম প্রতিভার জন্ম দেয়.. শুভমন গিল..ওয়াও..দুই অর্ধে দুটো দুর্ধর্ষ ইনিংস..আইপিএল..টুর্নামেন্টের কী দারুণ স্ট্যান্ডার্ড।" এই টুইট ঘিরেই যত বিতর্ক। অনেকেই লেখেন, সৌরভের কোহলির নামও উল্লেখ করা উচিত ছিল। কারণ তিনিও ম্যাচে শতরান করেছেন। এবার আরও একটি টুইট করে মোক্ষম জবাব দেন সৌরভ। এবার প্রাক্তন বোর্ড সভাপতি লেখেন, 'দ্রুত সবাইকে মনে করিয়ে দিতে চাই..আশা করছি যারা আমার টুইটকে টুইস্ট করছেন, ইংরেজি বোঝেন..আর যদি না বোঝেন, তাহলে দয়া করে কাউকে বুঝিয়ে দিতে বলুন।' যারা তাঁর টুইটের ভুল ব্যাখ্যা করছেন, তাঁদের উদ্দেশে এই মন্তব্য করেন সৌরভ। বর্তমানে দুই মহাতারকার দলই আইপিএলের বাইরে।