Mitchell Johnson:‌ হোটেল রুমের দরজায় ঝুলছে সাপ, লেজেন্ডস লিগ খেলতে এসে বিচিত্র অভিজ্ঞতা জনসনের

আজকাল ওয়েবডেস্ক:‌ লেজেন্ডস লিগ খেলতে এই মুহূর্তে ভারতে রয়েছেন প্রাক্তন অজি পেসার মিচেল জনসন।

বর্তমানে লখনউয়ের এক পাঁচতারা হোটেলে আছেন তিনি। ঝাঁ চকচকে হোটেলের রুমে পা দিয়ে রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন তিনি। তিনি দেখেন একটি সাপ হোটেলের রুমের দরজায় ঝুলছে। চমকে যান জনসন। পরে অবশ্য নিজেকে সামলে নেন। ওই সাপের ছবি তুলে ইনস্টাগ্রামে একটি মজার পোস্টও করেছেন তিনি। 
লেজেন্ডস লিগের জন্য এই মুহূর্তে লখনউয়ে রয়েছেন মিচেল জনসন। ইন্ডিয়া ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। সোমবার সকালে তিনি দেখতে পান, তাঁর হোটেলের কামরার দরজায় ঝুলছে একটি সাপ। হোটেল কর্মীদের খবর দেওয়ার পর সাপটির ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে জনসনের জিজ্ঞাসা, ‘‌কেউ জানেন এটা কী ধরনের সাপ? রুমের দরজায় ঝুলছিল।’‌ অপর একটি পোস্টে তিনি বলেন ‘‌সাপটির মাথার আরও ভাল ছবি পেয়েছি। এখনও জানি না এটা কী সাপ? লখনউয়ে থাকার অভিজ্ঞতা বেশ ইন্টারেস্টিং।’‌ জনসনের এই পোস্টের পর অনেকেই মজার কমেন্ট করেছেন। তার মধ্যে আছেন জনসনের প্রাক্তন সতীর্থ ব্রেট লি। 

আরও পড়ুন:‌ বিশ্বকাপের জন্য নতুন জার্সি উদ্বোধন করল পিসিবি

আকর্ষণীয় খবর