আজকাল ওয়েবডেস্ক: সুনীল গাভাসকারের সঙ্গে একমত টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে লোকেশ রাহুলকে উইকেটের পিছনে দেখতে চান। কিছুদিন আগেই বলেছিলেন গাভাসকার। এবার শাস্ত্রী বলছেন, রাহুলকে খেলালে ব্যাটিং গভীরতা বাড়বে ভারতের।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে রান পেয়েছেন রাহুল। তাছাড়া আইপিএলে নিয়মিত উইকেটকিপিংও করেন রাহুল। অন্যদিকে শ্রীকর ভরত সদ্য সমাপ্ত বর্ডার–গাভাসকার ট্রফিতে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। আমেদাবাদ টেস্ট ছাড়া ব্যাটে রান নেই। উইকেটের পিছনেও ভরসা দিতে ব্যর্থ। এই পরিস্থিতিতে শাস্ত্রী বলছেন, ‘মুম্বই ম্যাচে যথেষ্ট ভাল খেলেছে রাহুল। নির্বাচকদের কাছে একটা বার্তা দিয়ে রাখল।’ এরপরই শাস্ত্রী যোগ করেছেন, ‘রাহুল উইকেটের পিছনে থাকলে দলের ব্যাটিং গভীরতা বাড়বে। মিডল অর্ডারেও খেলে দিতে পারবে লোকেশ রাহুল। তাছাড়া ইংল্যান্ডের উইকেটে স্পিনার বেশি চলবে না। তাই রাহুল খেললে সমস্যা নেই।’
সিরিজে আরও দুটি ম্যাচ রয়েছে। তারপর রয়েছে আইপিএল। শাস্ত্রী আশাবাদী, লোকেশ রাহুল নির্বাচকদের ভরসার যোগ্য হয়ে উঠতে পারবেন।