চন্দ্রনাথ মুখোপাধ্যায়, কাটোয়া: বুলা চৌধুরির পর দ্বিতীয় বাঙালি হিসেবে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করলেন সায়নী দাস।
আন্তর্জাতিক সাঁতারের মানচিত্রে ফের উড়ল ভারতের তেরঙা।
কালনার মেয়ে পৌনে ১৩ ঘণ্টা লড়াই জিতে ভারতীয় সময় শনিবার মাঝরাতে লক্ষ্যে পৌঁছন। কলকাতা থেকে রওনা দিয়েছিলেন ২৬ মে। বাবা তথা প্রশিক্ষক রাধেশ্যাম দাস, মা রূপালি দাসকে নিয়ে হংকং হয়ে পৌঁছেছিলেন লস এঞ্জেলস। সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য হাতে সময় নিয়ে গিয়েছিলেন। সায়নী ক্যাটালিনা আইল্যান্ড থেকে জলে নামেন শনিবার ভারতীয় সময় বেলা বারোটা নাগাদ। প্রায় ৩২ কিমি দীর্ঘ জলপথ পেরিয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় পৌঁছতে সময় লাগে প্রায় ১৩ ঘণ্টা।
সাগরপাড়ের দেশ থেকে মোবাইল ফোনে সাফল্য অর্জনের প্রতিক্রিয়ায় আবেগ আর উচ্ছ্বাসে ভাসতে ভাসতে সায়নী বললেন, ‘কতরকম অভিজ্ঞতা যে হল! লড়াই কঠিন ছিল। সবার শুভেচ্ছাতেই এই জয়। খুব খুশি। এর বেশি কথা বলতে পারছি না এখন। প্লিজ কিছু মনে করবেন না।’
ক্যাটালিনা লক্ষ্যের আগে ওজন কমানোর স্পেশ্যাল ট্রেনিং নিয়েছিলেন। তারপর ক্যাটালিনা পার হওয়া প্রায় আটকে যাচ্ছিল পয়সা জোগাড় না হওয়ায়। কালনার শিল্পপতি সুশীল মিশ্র লাখ তিনেক টাকা নিয়ে এগিয়ে আসেন। এর আগে ইংল্যান্ডের ইংলিশ চ্যানেল আর অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল পেরিয়ে কালনার মুখ উজ্জ্বল করেছিলেন সায়নী। তবে ক্যাটালিনা পেরিয়েও আগামী দিনে আরও বড় স্বপ্ন দেখা শুরু সায়নীর। ১২ জুন তিনি কালনায় ফিরবেন। কালনা আরও একবার সায়নী–আবেগে ভাসবে।
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার
Arpita Mukherjee: সংশোধনাগারে বিন্দাস মুডে অর্পিতা, করছেন আমিষ পদের আবদার
Kolkata HC: মন্ত্রিসভা থেকে পরেশ অধিকারীকে সরানোর দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা