Portugal-Ghana: রোনাল্ডোর গোল রেফারির দেওয়া উপহার, দাবি ঘানার কোচের

আজকাল ওয়েবডেস্ক: গতকাল ঘানার বিরুদ্ধে ৬৫ মিনিটে পেনাল্টিতে গোল করে বিশ্বকাপে ইতিহাস গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

পর্তুগাল ৩-২ গোলে জিতলেও সিআরসেভেনের গোলকে ‘রেফারির উপহার’ বলছেন ঘানার কোচ অট্টো আদ্দো। ম্যাচ রেফারির ভুল সিদ্ধান্তকেও দায়ী করেন তিনি। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করেন ঘানার কোচ। তিনি বলেন, 'আমার মনে হয় এটা ভুল সিদ্ধান্ত। আমরা বলের দিকে লক্ষ্য করেছিলাম। আমি জানি না কেন ভিএআর এটাতে প্রয়োগ করা হল না। এর কোন ব্যাখ্যা নেই। এটা খুবই বাজে সিদ্ধান্ত। এটা আসলে আমাদের বিরুদ্ধেই ফাউল।' ঘানার কোচ যাই বলুক না কেন, পাঁচ বিশ্বকাপে গোল করে নতুন বিশ্বরেকর্ডের মালিক রোনাল্ডো।‌ ম্যাচের সেরাও হন পর্তুগিজ তারকা। খুশি রোনাল্ডো ভক্তরা। 

আকর্ষণীয় খবর