Mohammed Siraj: ৬ উইকেট পাওয়ার পরও কেন ফের বল দেওয়া হল না সিরাজকে? খোলসা করলেন রোহিত

আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কাকে ৫০ রানের মধ্যে অলআউট করার পর মহম্মদ সিরাজের ভূয়সী প্রশংসা করেন রোহিত শর্মা।

কিন্তু সাত ওভারে ছয় উইকেট নেওয়ার পরও কেন তাঁকে আবার বল দিলেন বা ভারতের অধিনায়ক? রোহিত জানান, টানা সাত ওভার বল করায় সিরাজের অ্যাড্রিনালিন বেড়ে গিয়েছিল। টিমের ট্রেনার ওকে বল দিতে বারণ করে। এই প্রসঙ্গে রোহিত বলেন, 'স্লিপ থেকে সিরাজকে বল করতে দেখতে দারুণ লাগছিল। ও বল সুইং করাচ্ছিল। ও বল করার সময় আমরা সবাই ওকে উৎসাহ দিচ্ছিলাম। সেই স্পেলে ও টানা সাত ওভার বল করেছে। তারপর আমাদের ট্রেনার ওকে আর বল না দেওয়ার কথা জানায়। তবে সিরাজ বল করতে চাইছিল। তবে আমি নিজেও আর ওকে বল দেওয়ার পক্ষপাতি ছিলাম না। তিরুবনন্তপুরামেও শ্রীলঙ্কার বিরুদ্ধে একই পরিস্থিতি ছিল। সেখানে টানা ৮-৯ ওভার বল করেছিল।' সিরাজের পাশাপাশি কুলদীপ যাদবেরও প্রশংসা করেন রোহিত। ভারতের নেতা মেনে নেন, এশিয়া কাপ জয় বিশ্বকাপে নামার আগে তাঁদের মনোবল দ্বিগুণ বাড়াবে। তবে জানিয়ে দিলেন, ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। 

আকর্ষণীয় খবর