আজকাল ওয়েবডেস্ক: গুরুতর অভিযোগ উঠল রাজবর্ধন হাঙ্গারগেকরের বিরুদ্ধে।
বয়স ভাঁড়িয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভিযোগ করেছে মহারাষ্ট্রের ক্রীড়ামন্ত্রক। এই প্রেক্ষিতে বোর্ডকে তাঁরা চিঠি দিয়েছে। মহারাষ্ট্রের ক্রীড়া এবং যুব কল্যাণ আধিকারিক ওম প্রকাশ বাকোরিয়া লেখেন, 'রাজবর্ধন হাঙ্গারগেকার নীতিবিরুদ্ধ কাজ করেছে। খেলার স্বচ্ছতা নষ্ট করেছে। যার ফলে দেশের সমান নষ্ট হতে পারে। সেই জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে।' তাঁর দাবি, জেলা পরিষদের তদন্তে উঠে এসেছে রাজবর্ধনের জন্ম ১০ জানুয়ারি ২০০১ থেকে বদলে ১০ জানুয়ারি ২০০২ করা হয়েছে।
এই প্রসঙ্গে ওম প্রকাশ বাকোরিয়া বলেন, 'প্রধান শিক্ষককে কোনও কারণে অন্য জন্ম তারিখ লিখতে হলে জেলার শিক্ষা আধিকারিকদের অনুমতি নিতে হয়। কিন্তু তিনি কোনও অনুমতি ছাড়াই জন্মের তারিখ একবছর পিছিয়ে দেন।' অভিযোগ প্রমাণিত হলে যুব বিশ্বকাপের সময় রাজবর্ধনের বয়স ছিল ২১। অভিযোগ পেলেও এখনই বোর্ডের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শোনা যাচ্ছে, ২০১৬-১৭ মরশুমে মহারাষ্ট্রের হয়ে অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট খেলার সময় শারীরিক পরীক্ষায় আসা বয়সের সঙ্গে কাগজপত্র ঠিক ছিল। এবার যুব বিশ্বকাপে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তরুণ অলরাউন্ডার। তাঁকে দেড় কোটি টাকা দিয়ে কিনেছে চেন্নাই সুপার কিংস।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান