আজকাল ওয়েবডেস্ক: জকোভিচের ভিসা নাটক এখনও অব্যাহত।
শুক্রবার দ্বিতীয়বার বিশ্বের একনম্বর টেনিস তারকার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্বভাবতই এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন জকো। আজ আদালতে শুনানি হওয়ার কথা ছিল। জানা গিয়েছে, আবার জকোভিচকে আটক করেছে অস্ট্রেলিয়া সরকার। শনিবার অনলাইনে সার্বিয়ান তারকার মামলার একটি শুনানি হয়। তারপরই জকোর আইনজীবী জানান, তিনি আজকের রাতটা মেলবোর্নের এক অভিবাসন কেন্দ্রে কাটাবেন। কিন্তু তার বিস্তারিত কিছু জানানো হয়নি। বিচারপতি ডেভিড ও কালাগান জানান, রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে নটায় মামলার ফের শুনানি হবে। তবে সেই মামলার শুনানি একজন বিচারক না তিনজন বিচারপতি মিলে করবেন সেটা এখনও চূড়ান্ত হয়নি।
সোমবার থেকে শুরু অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কম। তাই বছরের প্রথম গ্র্যান্ডস্লামে জকোভিচের খেলা নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে। শুক্রবার সকালে দ্বিতীয়বার ভিসা বাতিল করা হয় জকোর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অস্ট্রেলিয়ায় প্রবেশের সময় ভুল তথ্য দিয়েছিলেন। কোভিড সংক্রান্ত তথ্য গোপন করারও অভিযোগ উঠেছে। জনস্বার্থের কারণ দেখিয়ে দ্বিতীয়বার সার্বিয়ান তারকার ভিসা বাতিলের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হক।
Debasree Roy: ‘আপাতত রাজনীতিতে নয়’, জানালেন দেবশ্রী
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই