MS Dhoni: পরের আইপিএলেও খেলবেন ধোনি! তেমনই ইঙ্গিত দিলেন ক্যাপ্টেন কুল

আজকাল ওয়েবডেস্ক: এটাই কি তাঁর শেষ আইপিএল? গতবছর থেকেই এই প্রশ্ন ঘুরছিল ক্রিকেটমহলে।

একাংশের ধারণা ছিল, আইপিএল জেতার পরই হয়তো দায়িত্ব ছেড়ে দেবেন। কিন্তু ধোনি জানিয়েছিলেন, ঘরের মাঠে সমর্থকদের সামনে শেষ ম্যাচ খেলতে চান। সেই অনুযায়ী এটাই হওয়ার কথা এমএসের শেষ আইপিএল। কিন্তু করোনার জন্য গোটা টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয় মহারাষ্ট্রে। আইপিএলের শুরুতে রবীন্দ্র জাদেজার হাতে নেতৃত্ব ছেড়ে দিলেও টুর্নামেন্টের শেষ ল্যাপে আবার অধিনায়কত্ব ফিরে পান ধোনি। একেবারে পারফেক্ট স্ক্রিপ্ট। ক্রিকেটকে বিদায় জানানোর আদর্শ মঞ্চ। কিন্তু চলতি আইপিএলের ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে চান না ভারতের অন্যতম সেরা অধিনায়ক। তাই আরও এক বছর খেলার ইঙ্গিত দিলেন সিএসকের নেতা। পরের আইপিএল নিয়ে ইতিমধ্যেই ভাবতে শুরু করেছেন। ধোনি বলেন, 'এবারের আইপিএলে কয়েকটা ইতিবাচক দিক রয়েছে, যা আমরা পরের বছর কাজে লাগাতে পারব। তবে যেখানে গ্যাপ রয়েছে, সেই জায়গাগুলো পূরণ করতে হবে। দুই তরুণ পেসার মুকেশ এবং সিমরজিৎ ভাল বল করছে। ভুললে চলবে না পরের বছর আরও দু'জন জোরে বোলার দলের সঙ্গে যোগ দেবে। আইপিএলের জন্য তৈরি হতে আমরা ওদের যথাযত সময় দিতে চাই।' 

চারবারের চ্যাম্পিয়নদের জন্য এটা সবচেয়ে কঠিন আইপিএল। শুরুতেই চোটের জন্য দীপক চাহার এবং অ্যাডাম মিলনে ছিটকে গিয়েছে। শেষদিকে চোটের জন্য দলের বাইরে জাদেজাও। তারওপর নেতৃত্ব বিভ্রাট। শেষপর্যন্ত অধিনায়কত্ব ফিরে পান ধোনি। দীর্ঘ তিন বছর পর আবার চিপকে খেলার সুযোগ পাবে চেন্নাই সুপার কিংস। সমর্থকদের সামনে হোম গেমগুলো খেলতে পারবেন ধোনি। আগের বছর আইপিএল জেতার পর ক্যাপ্টেন কুল জানিয়েছিলেন, চিপকে সমর্থকদের সামনে নিজের কেরিয়ারের শেষ টি-২০ ম্যাচ খেলতে চান। ধোনির সেই ইচ্ছেকে সম্মান করছে সিএসকে ম্যানেজমেন্ট। দেশের অন্যতম সেরা অধিনায়ককে ঘরের মাঠে ফেয়ারওয়েল দিতে চায় চেন্নাই কর্তারা।

আকর্ষণীয় খবর