আজকাল ওয়েবডেস্ক: শুরুটা ভাল হলেও হঠাৎ ছন্দপতন।
লিগ শিল্ড খেতাব জয়ের সম্ভাবনা নেই। পরপর পয়েন্ট খোয়াচ্ছে এটিকে মোহনবাগান। মঙ্গলবারের কার্যকরী কমিটির বৈঠকে এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। ফুটবল পরিচালনার দায়িত্বে থাকা এটিকে ম্যানেজমেন্টকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সবুজ মেরুন কর্তারা। প্রয়োজনে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান বাগান কর্তারা। সচিব দেবাশিস দত্ত বলেন, 'আমরা ম্যানেজমেন্টকে চিঠি দেব। মানস ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জিরা দলের খেলায় একেবারেই খুশি নয়। মনে হচ্ছে বেশ কিছু জায়গায় খামতি আছে। কারোর সঙ্গে বিরোধিতার কোনও বিষয় নেই। নিজেদের দায়বদ্ধতা থেকেই আলোচনায় বসতে চাই।'
এটা ছাড়াও কার্যকরী কমিটির বৈঠকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুল স্তর থেকে ক্রিকেটার তুলে আনতে একটি সংস্থার সঙ্গে তিন বছরের গাঁটছড়া বাঁধে মোহনবাগান। নাম দেওয়া হয়েছে মোহনবাগান স্পোর্টস অ্যাকাডেমি। কলকাতার স্কুলগুলোর সঙ্গে এই অ্যাকাডেমি কাজ করবে। ক্রিকেটের পাশাপাশি স্কুল ফুটবলও ফিরিয়ে আনার ভাবনা রয়েছে। গতবছর কন্যাশ্রী কাপে মেয়েদের দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন বাগান সচিব দেবাশিস দত্ত। কিন্তু পরিকাঠামোর অভাবে সেটা সম্ভব হয়নি। যদিও এবারের কন্যাশ্রী কাপে খেলছে ইস্টবেঙ্গল এবং মহমেডানের মহিলা দল। তবে মেয়েদের আই লিগে দল নামানোর চিন্তাভাবনা করছে মোহনবাগান। কার্যকরী কমিটির বৈঠকে জানানো হয়, ২৪ মার্চ চুনী গোস্বামী নামাঙ্কিত গেটের উদ্বোধন হবে। মোহনবাগানের ক্রীড়া লাইব্রেরিও প্রায় তৈরি। ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন কোনও বিশিষ্ট সাহিত্যিকের হাতে লাইব্রেরির উদ্বোধন হবে।
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের