আজকাল ওয়েবডেস্ক: দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের শেষ ম্যাচে ভারতীয় দল থকে বাদ পড়েন মহম্মদ শামি।
তাঁর বদলে ভারতের প্রথম একাদশে জায়গা করে নেন দেশের উদীয়মান পেসার উমরান মালিক। সিরিজের শেষ ম্যাচে ভারত মাঠে নামার একদিন আগে সোমবার শামির বিরুদ্ধে গার্হস্থ্য নির্যাতন মামলার রায় দেয় কলকাতার আলিপুর জেলা ও দায়রা আদালত। এই ঘটনার ২৪ ঘটনার মধ্যেই দল থেকে বাদ পড়েন ডানহাতি পেসার। ধারণা করা হচ্ছে, মামলার রায় দল নির্বাচনে প্রভাব ফেলেছে। ২০১৮ সালে শামির কাছে খোরপোষ হিসেবে সাত লক্ষ টাকা দাবি করেছিলেন হাসিন জাহান। মেয়ের পড়াশোনার খরচ চালাতে আরও তিন লক্ষ টাকা চেয়েছিলেন তিনি। প্রথমে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। তাই এতদিন ভারতের ফাস্ট বোলারকে কোনও খোরপোষ দিতে হত না। এরপর আবার আদালতে আবেদন করেন মডেল অভিনেত্রী হাসিন। দীর্ঘদিন লড়াই চালানোর পরে অবশেষে জয় পেলেন হাসিন। পাঁচ বছর লড়াইয়ের পর অবশেষে সে মামলায় জেতেন হাসিন। বিবাহ বিচ্ছেদ মামলায় মাসে ১ লাখ ৩০ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোষ দিতে সোমবার মহম্মদ শামিকে নির্দেশ দিয়েছেন আদালত। কিন্তু ভারতীয় শিবিরে গুঞ্জন, এর ফলেই দল থেকে বাদ পড়তে হয়েছে শামিকে। উল্লেখ্য, এর আগেও মামলা চলাকালীন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রাখা হয়েছিল ভারতীয় পেসারকে।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান