Messi PSG: ‌গোল নেই, এবার কোচের সঙ্গে ঝামেলা শুরু মেসির?‌

আজকাল ওয়েবডেস্ক:‌ দীর্ঘ সম্পর্ক চুকিয়ে বার্সেলোনা থেকে পিএসজিতে এসেছেন মেসি। কিন্তু মরসুম শুরুতেই কোচের সঙ্গে মেসির ঝামেলা বাঁধল। এখনও অবধি পিএসজি–র হয়ে তিন ম্যাচ খেললেও গোল নেই মেসির। তার উপর দ্বিতীয়ার্ধে তুলে নেওয়ায় কোচ পোচেত্তিনোর উপর বিরক্তি প্রকাশ করে ফেললেন মেসি।
রবিবার লিগ ওয়ানে লিয়ঁ–র বিরুদ্ধে নেমেছিল পিএসজি। নতুন ক্লাবের ঘরের মাঠে প্রথমবার নামেন মেসি। পিএসজি ম্যাচটা ২–১ জিতলেও গোল করতে পারেননি মেসি। তার উপর দ্বিতীয়ার্ধে মেসিকে তুলে হাকিমিকে নামিয়েছিলেন পোচেত্তিনো। তা নিয়েই যাবতীয় বিতর্কের সূত্রপাত।
রবিবারের ম্যাচে অবশ্য গোল পেতে পারতেন মেসি। তাঁর ফ্রিকিক পোস্টে লেগে ফিরে আসে। এরপর পোচেত্তিনো দ্বিতীয়ার্ধে মেসিকে তুলে রাইট ব্যাক হাকিমিকে নামান। যা নিয়ে কিছুটা হলেও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় মেসিকে। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। রিজার্ভ বেঞ্চে যথেষ্ট বিরক্তি নিয়ে বসেছিলেন মেসি। ম্যাচ শেষে অবশ্য বিতর্কে জল ঢেলেছেন পিএসজি কোচ। বলেছেন, মেসি কোনওরকম বিরক্তি প্রকাশ করেনি।