সংবাদ সংস্থা, বুয়েনস এয়ার্স: এক কিংবদন্তির বার্তা শুনে চোখ ভিজে গেল আরেক কিংবদন্তির। বৃহস্পতিবার বুয়েনস এয়ার্সের মেরি টেরান ডে ওয়েইস স্টেডিয়াম সাক্ষী থাকল এই দৃশ্যের। প্রদর্শনী ম্যাচ খেলতে লাতিন আমেরিকায় ঘুরছেন রজার ফেডেরার। এদিন ম্যাচ ছিল আর্জেন্টিনার রাজধানীতে। আমন্ত্রণ জানানো হয়েছিল দিয়েগো মারাদোনাকে। তিনি আসতে পারেননি। তবে ফেডেরারকে একটি ভিডিও বার্তা পাঠান, যা দেখে চোখ ছলছল হয়ে যায় ২০ গ্র্যান্ড স্লাম মালিকের।
মারাদোনা বলেছেন, ‘হ্যালো মাস্টার, তোমাকে তো আমি মেশিন বলে ডাকি। তুমি সর্বকালের সেরা ছিলে, আছো, থাকবে। তোমার মতো আর কেউ নেই। আমার দেশে থাকাকালীন তোমার যদি কোনও সমস্যা হয় তাহলে আমাকে একবার ফোন করে বোলো তোমার কী লাগবে। তোমার স্ত্রী ও সন্তানদের জন্য অনেক শুভেচ্ছা রইল।’ শুনতে শুনতেই ফেডেরারের চোখে জল এসে যায়। আপ্লুত হয়ে সমর্থকদের অভিবাদন গ্রহণ করেন।
চোখে জল ফেডেরারের।ছবি: টুইটার