India-New Zealand: কাল ধাওয়ানের নেতৃত্বে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ

আজকাল ওয়েবডেস্ক: ফুটবল বিশ্বকাপের মধ্যেই তাল মিলিয়ে চলছে ক্রিকেটও।

হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে বৃষ্টিবিঘ্নিত একদিনের সিরিজ জেতে ভারত। শুক্রবার থেকে শিখর ধাওয়ানের নেতৃত্বে শুরু হচ্ছে তিন ম্যাচের একদিনের সিরিজ। অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম ম্যাচ। এই সিরিজেও নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল। বিশ্রামে রাহুল দ্রাবিড়ও। দলের দায়িত্ব সামলাবেন ধাওয়ান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে তিনিই অধিনায়ক ছিলেন। তারপর জিম্বাবোয়ে সিরিজেও প্রথমে তাঁকেই নেতা করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে চোট সারিয়ে কেএল রাহুল দলে ফেরায় তাঁকে অধিনায়ক করা হয়। তবে সেই নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন ছিলেন না ভারতীয় দলের গব্বর। যেই সুযোগই আসুক না কেন, সেটা পুরোদমে কাজে লাগাতে চান। এবারও তরুণ দল নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জেতাই তাঁর লক্ষ্য।

ধাওয়ান বলেন, 'আমার কাছে এটা একটা নতুন চ্যালেঞ্জ। কেরিয়ারের এই জায়গায় যেতে পেরে আমি খুশি। তরুণ দলকে নিয়ে বেশ কয়েকটা সিরিজও জিতেছি।‌ দক্ষিণ আফ্রিকা সিরিজে অধিনায়কত্ব করতে পেরে ভাল লেগেছে। জিম্বাবোয়ে সফরে কেএল রাহুলকে অধিনায়ক করা সঠিক সিদ্ধান্ত ছিল। তখন সামনে এশিয়া কাপও ছিল। রোহিত চোট পেলে, রাহুলকেই নেতৃত্ব দিতে হত। সেই জন্যই ওকে অধিনায়কত্ব দেওয়া হয়।' শুক্রবার একদিনের আন্তর্জাতিকে অভিষেক হতে পারে আর্শদীপ সিংয়ের। ধাওয়ানের সঙ্গে ওপেন করতে পারেন শুভমন গিল। চোট সারিয়ে দীর্ঘদিন পর দলে ফিরবেন দীপক চাহার।‌ অন্যদিকে শেষ টি-২০ না খেললেও কাল কিউয়িদের দলে ফিরছেন কেন উইলিয়ামসন। 

আকর্ষণীয় খবর