আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ব্রিসবেনে হোটেলে ঢুকে ব্যাপক অসুবিধার সম্মুখীন হয় ভারতীয় দল। কোভিড সুরক্ষাবিধির দোহাই দিয়ে বন্ধ ছিল রুম সার্ভিস, হাউসকিপিং। ব্যবহার করতে দেওয়া হচ্ছিল না সুইমিং পুলও। যে জিম ব্যবহার করতে দেওয়া হয়েছিল, তা আন্তর্জাতিক মানের ধারেকাছেও নয়। বাধ্য হয়ে বিসিসিআই-কে অভিযোগ জানান রাহানেরা। অবশেষে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের হস্তক্ষেপে কাজ হল। চালু হল হাউসকিপিং, ব্যবহার করতে দেওয়া হচ্ছে সুইমিং পুল।
মঙ্গলবার হোটেলে ঢুকে বিস্ময়ে হতবাক হয়ে যান ভারতীয় ক্রিকেটাররা। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) যে যে প্রতিশ্রুতি দিয়েছিল, ঠিক তার উলটো ব্যবস্থা রাখা হয়েছিল হোটেলে। সত্যি বলতে কোনও ব্যবস্থাই ছিল না। বিছানাপত্র ঠিকঠাক রাখা এমনকী শৌচাগারও নিজেদের সাফ করতে হবে, পরিস্থিতি তৈরি হয়েছিল এমনটাই। এই অবস্থায় ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা বিসিসিআইকে নালিশ জানানোর পর পরিস্থিতি পাল্টায়।
জানা গেছে, গতকাল থেকে সিএ-র সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে গেছিলেন সৌরভ এবং অমিত শাহের পুত্র জয়। তাঁদের কড়া অবস্থানের ফলেই স্বস্তিতে রাহানে অ্যান্ড কোং।