India Football: সিঙ্গাপুরের বিরুদ্ধে আত্মবিশ্বাসী ফুটবলের ডাক স্টিমাচের

আজকাল ওয়েবডেস্ক: শনিবার ভিয়েতনামের হো চি মিন সিটিতে প্রথম ফিফা ফ্রেন্ডলিতে সিঙ্গাপুরের বিরুদ্ধে নামবে ভারত। ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচ। কলকাতায় তিন দিনের প্রস্তুতি সেরে ভিয়েতনাম উড়ে গিয়েছে মেন ইন ব্লুরা। দশ বছর পর মুখোমুখি ভারত-সিঙ্গাপুর। ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে পিছিয়ে থাকলেও ম্যাচটাকে হালকা ভাবে নিচ্ছে না ভারতীয় শিবির। জেতার বিষয়ে আশাবাদী হলেও সতর্কতার সুর স্টামাচের গলায়। তবে ক্রোয়েশিয়ান কোচের দাবি, গত কয়েক বছরে সিঙ্গাপুর ফুটবলে উন্নতি করলেও, তাঁদের হারানোর ক্ষমতা রাখে ভারত। স্টিমাচ বলেন, 'সম্প্রতি ফুটবলে অনেক উন্নতি করেছে সিঙ্গাপুর। কোচ নতুন। খেলার সিস্টেমে পরিবর্তন এনেছেন, যা বিপাকে ফেলে দিতে পারে বিপক্ষকে।

তবে আমি ফুটবলারদের আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে বলেছি। ওদের প্রেসিং ভাল। এই বিষয়ে ওদের একটা অ্যাডভান্টেজ আছে।' 

ভারতীয় দলে কিছু ফিটনেস সমস্যা আছে। সেটা মেনে নেন ৫৫ বছরের ক্রোট। তবে দাবি, যাবতীয় প্রতিকূলতা এড়িয়ে ৯০ মিনিট পর্যন্ত লড়াই করার ক্ষমতা রাখে তাঁর দল। এই প্রসঙ্গে স্টিমাচ বলেন, 'মানতে দ্বিধা নেই যে আপাতত ওদের ফিটনেস লেভেল আমাদের থেকে ভাল। তবে আমাদের সংগঠিত থাকতে হবে। টেকনিক্যাল দক্ষতায় আমরা এগিয়ে। ওদের দুর্বলতা কাজে লাগিয়ে আমাদের প্ল্যান মাফিফ খেলতে হবে।' জুনে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের পর এই প্রথম খেলতে নামবে ভারতীয় দল। সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে দুটো ম্যাচ জেতার বিষয়ে আশাবাদী সুনীলরা।‌

আকর্ষণীয় খবর