Hima Das: কোভিডের কবলে ভারতীয় স্প্রিন্টার হিমা দাস

আজকাল ওয়েবডেস্ক: এবার করোনার কবলে হিমা দাস। সোশ্যাল মিডিয়ায় নিজের কোভিড পজিটিভ হওয়ার কথা জানান ভারতীয় স্প্রিন্টার। বর্তমানে আইসোলেশনে আছেন তিনি। টুইটারে হিমা লেখেন, 'আমি কোভিড সংক্রমিত হয়েছি। তবে আমার শারীরিক অবস্থা স্থিতিশীল। বর্তমানে আমি আইসোলেশনে আছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে আবার ট্র্যাকে ফিরতে পারব। সবাই মাস্ক ব্যবহার করুন এবং সুস্থ থাকুন।'

 

পাতিয়ালায় জাতীয় শিবিরে ছিলেন হিমা দাস। এবছর টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করতে পারেননি ভারতের স্প্রিন্টার। মার্চে ফেডারেশন কাপে ২০০ মিটার ২৩.২১ সেকেন্ডে শেষ করায় অলিম্পিকের ছাড়পত্র মেলেনি। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে না পারায় অলিম্পিকে যাওয়ার শেষ সুযোগটুকুও হাতছাড়া হয়েছিল। এবার কোভিড জয় করে পরবর্তী টুর্নামেন্টের জন্য পুরো প্রস্তুত হয়ে ট্র্যাকে নামতে চান। ২০১৮ সালে অনূর্ধ্ব ২০ বিশ্বচ্যাম্পিয়শিপে ৪০০ মিটারে পদক জিতে জনপ্রিয়তা পেয়েছিলেন হিমা।