Simona Halep:‌ খেলা চলাকালীন প্যানিক অ্যাটাকে আক্রান্ত হালেপ!‌ অত্যধিক চাপই কারণ?‌ 

‌আজকাল ওয়েবডেস্ক:‌ প্যানিক অ্যাটাকের শিকার প্রাক্তন বিশ্বসেরা মহিলা টেনিস খেলোয়াড় সিমোনা হালেপ।

প্রতিপক্ষ টানা পয়েন্ট জিতছিল। চাপ সহ্য করতে পারেননি তিনি। এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে টেনিস কোর্টে চিকিৎসক ডাকতে হল। ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সিমোনা হালেপের অসুস্থতা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ম্যাচটাও শেষ অবধি হারতে হল হালেপকে। তবে খেলার শুরুটা কিন্তু অন্যরকম ছিল। প্রথম সেট দাপটের সঙ্গে ৬–২ ব্যবধানে জিতে যান হালেপ। দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক করেন চীনা খেলোয়াড় ঝেং কুইনওয়েন। বারোটির মধ্যে টানা এগারোটি পয়েন্ট জিতে চাপে ফেলে দেন হালেপকে। তাতেই বিপত্তি। জিততে পারবেন না, এই আশঙ্কা দেখা দেয় হালেপের মনে। অত্যধিক মানসিক চাপের ফলেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কোর্টে ডাক্তার ডাকতে হয়। কিন্তু তাতেও সম্পূর্ণ সুস্থ হতে পারেননি হালেপ। শেষ পর্যন্ত ২–৬, ৬–২, ৬–১ ফলে ১৯ বছর বয়সি ঝেংয়ের কাছে হেরে যান হালেপ। খেলা শেষে হালেপ বলেছেন, ‘‌নিজের উপর খুব বেশি চাপ নিয়ে ফেলেছিলাম। খুব ভাল পারফরম্যান্স করতে চাইছিলাম।’‌ এটা ঘটনা, প্রচণ্ড পরিশ্রম করার পরেও ম্যাচে তাঁর পারফরম্যান্স মনমতো হয়নি। সেই কারণেই নিজের উপরে বিরক্ত হন হালেপ। অত্যধিক চিন্তা করতে গিয়েই নিজের বিপদ ডেকে আনেন। প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হালেপ। 

আরও পড়ুন:‌ আজ আইপিএলের মেগা ম্যাচে ভাগ্য গড়ে দিতে পারে বাটলার, কোহলি

আকর্ষণীয় খবর