আজকাল ওয়েবডেস্ক: পোল্যান্ড জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত হলেন পর্তুগালের প্রাক্তন কোচ ফার্নান্দো স্যান্টোস।
মঙ্গলবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। স্যান্টোস বলেন, 'আজ থেকে আমি পোলিশ। এখানকার কোচ হিসেবে কাজ করার দায়িত্ব পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’ স্যান্টোসকে জাতীয় দলের কোচ হিসেবে পেয়ে খুব খুশি পোল্যান্ড ফুটবল সংস্থা। সাংবাদিক সম্মেলনে উচ্ছ্বাস প্রকাশ করেন পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেজারে কুলেসা। তিনি বলেন, 'আমরা এমন একজন কোচ চেয়েছিলাম যার জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা আছে। যাতে তাঁকে এখানে এসে কাজ শিখতে না হয়। সবকিছুর উর্ধ্বে, আমরা সফল একজন কোচ চেয়েছিলাম। আজ তেমন একজন কোচকেই দায়িত্ব দেওয়া হল।' দীর্ঘ আট বছরের কোচিংয়ে পর্তুগালকে তিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতান। তাঁর কোচিংয়ে ২০১৯ সালে উয়েফা নেশনস লিগও জেতেন রোনাল্ডোরা।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান