EPL: প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ধারণে আজ 'এল ক্লাসিকো'! মুখোমুখি ম্যান সিটি লিভারপুল

আজকাল ওয়েবডেস্ক: মাহেন্দ্রক্ষণে এসে দাঁড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ।

কে চ্যাম্পিয়ন হবে তা এখনও পরিষ্কার নয়। একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল, বিনা বাধায় লিগ খেতাব জিতে যাবে ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু না, লিগ জমিয়ে দিয়েছে লিভারপুল। এর জন্য অবশ্য ম্যান সিটির পয়েন্ট নষ্ট করাই দায়ী। রবিবার রাতে দুই যুযুধান প্রতিপক্ষ একে অপরের মুখোমুখি হবে। ৩০ ম্যাচ খেলে সিটির পয়েন্ট ৭৪ আর সমসংখ্যক ম্যাচে জুর্গেন ক্লপের দল ৭৩ পয়েন্টে দাঁড়িয়ে আছে। রবিবারের ম্যাচ তাই প্রকৃত অর্থেই মহারণ। 

সিটি বনাম লিভারপুলকে এখন প্রিমিয়ার লিগের 'এল ক্লাসিকো' বলা হয়। পেপ বনাম ক্লপ, কেভিন ডি ব্রুইনা বনাম মহম্মদ সালার মতো ব্যক্তিগত দ্বৈরথের অন্ত নেই। মরসুমের শেষে দুই প্রধানের ম্যাচ যেন আরও উত্তেজনাময়। যে জিতবে, লিগের শিরোপা পাওয়ার ক্ষেত্রে তারাই এগিয়ে যাবে। আর যদি ড্র হয় তবে জারি থাকবে লড়াই।

আরও পড়ুন: যুবভারতীর সাপোর্টারদের সামনে নিজেদের উজাড় করে দিতে তৈরি লিস্টন, অমরিন্দররা

প্রথম চারের লড়াইয়ের ভবিষ্যৎ মোটামুটি স্পষ্ট। তিনে থাকবে চেলসি। চার নম্বরের জন্য লড়াই করছে টটেনহ্যাম, আর্সেনাল এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শনিবার ম্যান ইউ এবং আর্সেনাল দুজনেই হেরেছে। ফলে অ্যাডভান্টেজ পেল টটেনহ্যাম। লড়াইয়ে আছে ওয়েস্ট হ্যামও।

আকর্ষণীয় খবর