আজকাল ওয়েবডেস্ক: কন্যাশ্রী কাপের ফাইনালে ইস্টবেঙ্গল।
বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে মেয়েদের মিনি ডার্বিতে মহমেডান স্পোর্টিংকে ৩-০ গোলে হারাল লাল হলুদ। জোড়া গোল করেন রিম্পা হালদার। ইস্টবেঙ্গলের হয়ে অন্য গোলটি করেন মৌসুমী মুর্মু। প্রথমার্ধে দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। বিরতির ঠিক আগে রিম্পার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৪৫+১ মিনিটে এক গোলে এগিয়ে যায় লাল হলুদ। পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি সাদা কালোর মেয়েরা। ম্যাচের ৬০ মিনিটে ২-০ করেন রিম্পা। দ্বিতীয়ার্ধে দাপট ছিল লাল হলুদের। ম্যাচের ৭৪ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোল করেন মৌসুমী। শনিবার ফাইনালে শ্রীভূমি এফসির মুখোমুখি হবে লাল হলুদের মেয়েরা। দুপুর দুটোয় কিশোর ভারতী স্টেডিয়ামে হবে ফাইনাল। এদিন প্রথমে সেমিফাইনাল ম্যাচ দেওয়া হয়েছিল ইস্টবেঙ্গল মাঠে। কিন্তু নিরপেক্ষ ভেন্যুতে করার আর্জি জানান মহমেডান কর্তারা। শেষপর্যন্ত ম্যাচ কিশোর ভারতী স্টেডিয়ামে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান