আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের বিরুদ্ধে আইপিএলের দ্বিতীয় এলিমিনেটরে নামার আগে শাস্তির হাত থেকে অল্পের জন্য বাঁচলেন দীনেশ কার্তিক।
টুর্নামেন্টের শৃঙ্খলাবিধি ভাঙার জন্য সতর্ক করে দেওয়া হয় আরসিবির উইকেটকিপার ব্যাটারকে। লেভেল ওয়ান অপরাধ করেছেন তিনি। ঘটনাটি ঘটে ইডেনে লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে। ম্যাচ চলাকালীন নিজের হতাশা প্রকাশ করেন ডিকে। শেষ ওভারে আবেশ খানের একটি বল উইকেট কিপারের মাথার ওপর দিয়ে মারতে গিয়ে মিস করেন কার্তিক। বল ব্যাটে লাগেনি। তারপরই নিজের ওপর হতাশা ব্যক্ত করেন নাইটদের প্রাক্তন নেতা। চিৎকার করে ওঠেন।এই ঘটনা ম্যাচ কমিশনার ভালভাবে নেয়নি। ধরে নেওয়া হচ্ছে এই কারণেই তাঁকে সতর্ক করা হয়েছে। তবে ঠিক কী অপরাধের জন্য কার্তিককে সতর্ক করা হয়েছে সেটার কোনও উল্লেখ নেই। বোর্ডের পক্ষ থেকে দেওয়া বিবৃতি অনুযায়ী, আরসিবির উইকেটকিপার ব্যাটার নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। আর কিছুক্ষণ পরই মরণ বাঁচন ম্যাচ। ইডেনে ৩৭ রান করেছিলেন কার্তিক। ফাইনালে উঠতে এদিনও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন ডিকে। গতবছর কেকেআরের অধিনায়ক হিসেবে একটুর জন্য ট্রফি ফসকে গিয়েছিল। এবার কোনওভাবেই ট্রফি হাতছাড়া করতে চাইবেন না কার্তিক।
Sudipta Sen: ‘টাকা নিয়েছেন’, শুভেন্দুর বিরুদ্ধে এবার ‘ব্ল্যাকমেলের’ অভিযোগ আনলেন সুদীপ্ত সেন
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Patient Stuck in Carnish: হাসপাতালের কার্নিশ থেকে হাত ফসকে পড়ে গেলেন মানসিক রোগী! চাঞ্চল্য মল্লিকবাজারে
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের