Asian Cup: কোভিড পরিস্থিতিতে অবনতি, ২০২৩ এশিয়ান কাপ আয়োজন করবে না চীন

আজকাল ওয়েবডেস্ক: কয়েকদিন আগে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয়েছিল, এবার আয়োজক দেশ হিসেবে সরাসরি পিছিয়ে এল চীন।

দেশে বাড়ছে কোভিড। তাই ২০২৩ এশিয়ান কাপ আয়োজন করবে না চীন। শনিবার এএফসিকে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে চীনের ফুটবল সংস্থার গভর্নিং বডি। ২০২৩ সালে এশিয়ান কাপের মূলপর্ব আয়োজিত হওয়ার কথা ছিল চীনে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় পরের বছর এশিয়ান কাপ আয়োজন করা তাঁদের পক্ষে সম্ভব হবে না। এএফসির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'চাইনিজ ফুটবল ফেডারেশনের সঙ্গে বিস্তারিত আলোচনার পর ওরা জানিয়েছে সিএফএর পক্ষে পরের বছর এশিয়ান কাপ আয়োজন করা সম্ভব নয়। আমরা বুঝতে পারছি দেশের কোভিড পরিস্থিতির জন্য ওদের পক্ষে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না। চীনের সরকার, চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন, এশিয়ান কাপের স্থানীয় সংগঠক কমিটির সঙ্গে আলোচনা করে সকলের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য হাতে কিছুটা সময় পেয়েছি।' 

পরের বছর কোন দেশে আয়োজিত হবে এশিয়ান কাপ সেটা আলোচনাসাপেক্ষ। ২০১৯ সালের জুন মাসে প্যারিসে অনুষ্ঠিত এএফসি এক্সট্রাঅর্ডিনারি কংগ্রেসে এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল চীন। পরের বছর ১৬ জুন থেকে ১৬ জুলাই চীনের দশটি শহরে ২৪ দলীয় টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। প্রস্তুতিও চলছিল জোরকদমে। কিন্তু শেষপর্যন্ত করোনা পরিস্থিতির জন্য পিছিয়ে এল চীন। এশিয়ান কাপের ছাড়পত্র সংগ্রহের জন্য আগামী মাসে কলকাতায় কোয়ালিফায়িং রাউন্ড খেলবে ভারতীয় দল।

আকর্ষণীয় খবর