আজকাল ওয়েবডেস্ক: ইডেনেও বাংলার বোলারদের দাপট।
কলকাতায় রঞ্জি ট্রফির দ্বিতীয় দিন ২৬৫ রানে অলআউট হয়ে গেল ওড়িশা। পাল্টা ব্যাট করতে নেমে দিনের শেষে দুই উইকেট হারিয়ে বাংলার রান ৩৯। চোট সমস্যায় জর্জরিত বাংলা। মুকেশ কুমার, শাহবাজ আহমেদ জাতীয় দলে। এই অবস্থায় মাথায় চোট পেলেন দলের প্রধান ভরসা আকাশ দীপ। বাংলার পেসারের কনকাশন পরিবর্ত নিতে হয়। এতেই শেষ নয়। গোদের ওপর বিষফোঁড়া অনুষ্টুপ মজুমদারের চোট। ওড়িশার অধিনায়ক শুভ্রাংশু সেনাপতির কভার ড্রাইভ আটকাতে গিয়ে আঙুলে চোট পান। দিনের খেলার শেষে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা জানান, অনুষ্টুপের চোট গুরুতর নয়। স্ক্যান রিপোর্টে বিশেষ কিছু পাওয়া যায়নি। বৃহস্পতিবার লোয়ার অর্ডারে ব্যাট করতে নামবেন। প্রথম দিনের শেষে দুই উইকেট হারিয়ে ওড়িশার স্কোর ছিল ৯৬। খেলা চার ঘণ্টা দেরীতে শুরু হওয়ায় মাত্র ৩৫ ওভার হয়। এদিন ছন্দ ধরে রাখে বাংলার বোলাররা। মাত্র ২৬৫ রানেই গুটিয়ে যায় ওড়িশা। সর্বোচ্চ রান অধিনায়ক শুভ্রাংশুর। ৬৭ রান করেন। ঈশান পোড়েল এবং প্রীতম সিং তিনটে করে উইকেট নেন। কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। এদিন নকআউট পর্বের প্রস্তুতি সেরে রাখাই লক্ষ্য ছিল মনোজ তিওয়ারিদের। কিন্তু ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলা। ফিরে যান করণ লাল এবং সুদীপ ঘরামি। ক্রিজে আছেন অভিমন্যু ঈশ্বরণ এবং প্রীতম চক্রবর্তী।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান