BCCI: সূচি ঘোষণা বিসিসিআইয়ের, দেখে নিন কবে কোথায় খেলবে কোহলিরা

আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের পর ভারতের হোম সিরিজের সূচি ঘোষণা করল বিসিসিআই। জুন পর্যন্ত ঠাসা ক্রীড়াসূচি টিম ইন্ডিয়ার। টি ২০ বিশ্বযুদ্ধ শেষ হওয়ার তিন দিন পরেই শুরু হয়ে যাবে নিউজিল্যান্ড সিরিজ। তিন ম্যাচের টি-২০ সিরিজ এবং দু’‌টো টেস্ট ম্যাচ খেলবে ভারত। ১৭ নভেম্বর প্রথম ম্যাচ। জয়পুর, রাঁচি এবং কলকাতাতে হবে টি-২০ ম্যাচগুলো। ২১ নভেম্বর ইডেনে শেষ ম্যাচ। কানপুর ও মুম্বইয়ে হবে দু’‌টো টেস্ট। ফেব্রুয়ারিতে ভারত সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তিনটে একদিনের আন্তর্জাতিক এবং তিনটে টি-২০ ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। ৬ ফেব্রুয়ারি একদিনের সিরিজ শুরু হবে। চলবে ২০ তারিখ পর্যন্ত। 

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরই শ্রীলঙ্কা সিরিজ। দুটো টেস্ট এবং তিনটে টি-২০ ম্যাচ খেলবে কোহলিরা। বেঙ্গালুরু ও মোহালিতে হবে দুটো টেস্ট। ১৩, ১৬, ১৮ মার্চ যথাক্রমে মোহালি, ধর্মশালা এবং লখনউতে টি-২০ র আসর বসবে। এপ্রিল এবং মে মাসে আইপিএল। সেই সূচি এখনও প্রকাশিত হয়নি। তারপর ভারত সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে প্রোটিয়ারা।