Litton Jamai Soshti: জামাই আদরে লিটন দাস, সারলেন ২৯ পদের ভুরিভোজ!

আজকাল ওয়েবডেস্ক: জামাই ষষ্ঠী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে ছবি।

আম, লিচু,‌ তরমুজ থেকে শুরু করে ইলিশ, চিংড়ি, মটন। ফেসবুক খুললেই ছবির বন্যা। কালকের জামাই থেকে শুরু করে বেশ কয়েক বছরের পুরনো জামাই, সবাই আজ শ্বশুরবাড়িতে কব্জি ডুবিয়ে খাচ্ছে। কেনই বা বাদ যাবেন লিটন দাস! জামাই ষষ্ঠী পালন করলেন বাংলাদেশের ব্যাটার। কলকাতা নাইট রাইডার্স নিজেদের পেজে যে ছবি পোস্ট করেছে, তাতে নীল পাঞ্জাবি এবং ডেনিম পরে হাসিমুখে বসে রয়েছেন লিটন। সামনে সাজানো একগাদা পদ। কি নেই তাতে! প্লেট,‌ বাটি মিলিয়ে গুনে গুনে ২৯টি পদ সাজানো। একেবারে সামনে রাখা ভাতের থালা। তাতে পঞ্চব্যঞ্জন। সঙ্গে মাছের মুড়ো এবং বিভিন্ন ধরনের মাছের পদ। এছাড়াও ছিল চিংড়ি, কাঁকড়া, মুরগি এবং মটন। শেষ পাতে দই, পায়েস, কাস্টার্ড, পুডিং এবং বিভিন্ন মিষ্টি। পাশাপাশি ছিল ফলও।

লিটনের এই জামাই ষষ্ঠীর মেনু দেখে চক্ষু চড়কগাছ বাংলাদেশের সমর্থকদের। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাঁকে সাবধানও করেন। মজার ছলে অনেকেই লেখেন, 'এত খেলে আর ক্রিকেট খেলতে পারবেন না।' কেকেআরের পাশাপাশি নিজের পেজেও এই ছবি পোস্ট করেন লিটন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এখন কয়েকদিনের বিশ্রাম। তার ফাঁকে জমিয়ে বাঙালিদের উৎসব পালন করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। শ্বশুরবাড়িতে খেলেন কব্জি ডুবিয়ে। নাইটদের হয়ে এবার আইপিএলে হাতেখড়ি হয় লিটনের। কিন্তু শুধু একটা ম্যাচ খেলেই দেশে ফিরে যান। অভিষেক আইপিএলে বেগুনি জার্সিতে স্মৃতি সুখকর হয়নি উইকেটকিপার ব্যাটারের। 

আকর্ষণীয় খবর