Pak vs Eng: ‌টি২০ আন্তর্জাতিকে নিজেদের নজির ভেঙে নয়া বিশ্বরেকর্ড গড়লেন বাবর–রিজওয়ান 

‌আজকাল ওয়েবডেস্ক:‌ টি২০ আন্তর্জাতিকে নয়া রেকর্ড।

ওপনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ফেললেন বাবর আজম–মহম্মদ রিজওয়ান। করাচিতে সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দু’‌জনে জুটিতে তুললেন ২০৩ রান। নিজেদের রেকর্ডই ভেঙে দিলেন দুই পাক ব্যাটসম্যান। গড়ে ফেললেন নয়া বিশ্বরেকর্ড। 
এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯৭ রানের জুটি গড়েছিলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। রান তাড়ায় নেমে পুরুষদের টি২০ ক্রিকেটে সেটিই ছিল সর্বাধিক রানের ওপেনিং পার্টনারশিপ। নিজেদের রেকর্ড ছাপিয়ে ১১৭ বলে ২০৩ রানের ওপেনিং জুটি গড়লেন বাবর–রিজওয়ান। ২০২১ টি২০ বিশ্বকাপেও ভারতের বিরুদ্ধে ওপেনিং জুটিতে ১৫২ রান তুলে দলকে ম্যাচ জিতিয়েছিলেন বাবর–রিজওয়ান। 
পাকিস্তান–ইংল্যান্ডের সাত ম্যাচের টি২০ সিরিজ এখন ১–১। প্রথম ম্যাচে জিতেছিল ইংল্যান্ড। করাচিতে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড তুলেছিল ১৯৯/‌৫। জবাবে পাকিস্তান ১৯.‌৩ ওভারে বিনা উইকেটে ২০৩ রান তুলে নেয়। বাবর করেন ৬২ বলে ১১০ রান। রিজওয়ানের সংগ্রহ ৫১ বলে ৮৮। টি২০ আন্তর্জাতিকে এটি বাবরের দ্বিতীয় শতরান। 

আরও পড়ুন:‌ শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টি হতে পারে উত্তরে

আকর্ষণীয় খবর