আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার 'এ' লিগের তারকা ফুটবলার এবার এটিকে মোহনবাগানে।
ব্রেন্ডন হ্যামিলকে সই করাল সবুজ মেরুন। দু'বছরের চুক্তি করা হল অজি সেন্টার ব্যাকের সঙ্গে। গত মরশুমে অস্ট্রেলিয়া লিগের রানার্স আপ ক্লাব মেলবোর্ন ভিকট্রিতে খেলেন ব্রেন্ডন। আসন্ন এএফসি কাপের সেমিফাইনালের জন্য এশীয় কোটায় একজন ডিফেন্ডার খুঁজছিলেন জুয়ান ফেরান্দো। তাই সই করানো হল অস্ট্রেলিয়ান ডিফেন্ডারকে। শুধু রক্ষণ নয়, মাঝমাঠেও খেলতে সমান পারদর্শী তিনি। অস্ট্রেলিয়া লিগ এবং কোরিয়া লিগে খেলা ফুটবলার অ্যাটাকিংয়েও সমান দক্ষ। পাসিংয়ের পাশাপাশি রক্ষণ থেকে উঠে এসে গোলও করতে পারেন ব্রেন্ডন। গত মরশুমে 'এ' লিগে তিনটে গোল রয়েছে তাঁর। অস্ট্রেলিয়ার যুব এবং বয়সভিত্তিক জাতীয় দলেও খেলেছেন। এছাড়াও মেলবোর্ন হার্ট, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স, ওয়েস্টার্ন ইউনাইটেডে খেলেছেন। হ্যামিলের অন্তর্ভুক্তিতে এটিকে মোহনবাগানের রক্ষণ আরও মজবুত হবে। সবুজ মেরুনে সই করার পর ব্রেন্ডন হ্যামিল বলেন, 'শুনেছি এই ক্লাবের একটা ইতিহাস আছে। সবুজ মেরুন জার্সির ঐতিহ্য এবং পরম্পরা ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করেছে। এটার জন্যই অন্য ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। শুনেছি কলকাতা ফুটবলের শহর। এই ক্লাবের প্রচুর সমর্থক। ক্লাবকে ট্রফি এনে দিতে চাই।' ফেরান্দো জানান, রক্ষণে নির্ভরতা দেওয়ার পাশাপাশি পেছন থেকে খেলা তৈরি করতে পারেন বলেই মূলত নেওয়া হয়েছে হ্যামিলকে।
Sudipta Sen: ‘টাকা নিয়েছেন’, শুভেন্দুর বিরুদ্ধে এবার ‘ব্ল্যাকমেলের’ অভিযোগ আনলেন সুদীপ্ত সেন
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Patient Stuck in Carnish: হাসপাতালের কার্নিশ থেকে হাত ফসকে পড়ে গেলেন মানসিক রোগী! চাঞ্চল্য মল্লিকবাজারে
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের