আজকাল ওয়েবডেস্ক: পরপর জয়ে আগেই প্লে অফের দৌড়ে ফিরে এসেছিল।
এবার প্রবলভাবে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ঢুকে পড়েছে এটিকে মোহনবাগান। ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের দুই নম্বরে রয়েছে সবুজ মেরুন। এক ম্যাচ বেশি খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে একনম্বরে হায়দরাবাদ। সুতরাং আজ জিতলেই নিজামের শহরের দলকে টপকে টেবিলের মগডালে চলে যাবে এটিকে মোহনবাগান। শনিবার কেরাল ব্লাস্টার্সের বিরুদ্ধে সেই লক্ষেই নামবে সবুজ মেরুন বাহিনী। টানা ১১ ম্যাচ অপরাজিত এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণ, হুগো বৌমাস, কার্ল ম্যাকহিউদের মতো তারকা বিদেশি চোটের জন্য দলের বাইরে থাকা সত্ত্বেও একটানা জিতছে কলকাতার প্রধান। দুরন্ত ছন্দে লিস্টন কোলাসো, মনবীর সিংরা। দু'জনেই গোলের মধ্যে রয়েছেন। আগের ম্যাচে জোড়া গোল পান পাঞ্জাবের ফুটবলার। স্থানীয় ফুটবলারদের সাফল্যই সবুজ মেরুনের ইতিবাচক দিক। শেষ কয়েকটা ম্যাচে দলের ব্যাটন বয়ে নিয়ে যাচ্ছেন লিস্টনরাই।
গোয়া ম্যাচে ক্লিনশিট রেখেছে সবুজ মেরুন। কিন্তু স্কোরলাইন নিতে মাথাব্যথা নেই ফেরান্দোর। শনিবার জিতে লিগ শীর্ষে যাওয়াই লক্ষ্য স্প্যানিশ কোচের। ফেরান্দো বলেন, 'স্কোরলাইন কি হল সেটা নিয়ে ভাবি না। গোল খেলেও সমস্যা নেই যতদিন বড় ব্যবধানে জিতছি। আমাদের লক্ষ্য প্রত্যেকটা ম্যাচ জেতা। এখন সব ম্যাচই ফাইনাল। তবে করোনা, চোট-আঘাতের জন্য এইসময় দলের যে ছন্দে থাকা উচিত সেটা নেই। অনেকেই এখনও একশো শতাংশ দিতে পারছে না। এটাই চিন্তার।' জিতলেও একাধিক গোল মিস করছে এটিকে মোহনবাগানের ফুটবলাররা। এই বিষয়ে কিছুটা চিন্তিত স্প্যানিশ কোচ। এটা শোধরানোর চেষ্টা করছেন। প্রথম দুইয়ে থাকলেও তাঁরা যে প্লে অফে নিশ্চিত মানতে নারাজ ফেরান্দো। তিনি মনে করেন, প্রথম ছয় দলের সুযোগ রয়েছে। তারমধ্যে অন্যতম কেরল ব্লাস্টার্স। ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে দক্ষিণের দল। শেষ চারে জায়গা পাকা করতে অলআউট ঝাঁপাবে তাঁরাও। তাই কেরলকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন এটিকে মোহনবাগানের কোচ।