আজকাল ওয়েবডেস্ক: স্বপ্নের ছন্দে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে দুটি শতরান। তার মধ্যে একটি আবার দ্বিশতরান। ইতিমধ্যেই একদিনের ক্রিকেটে ২১ ম্যাচে করে ফেলেছেন চার শতরান। তিন ম্যাচের একদিনের সিরিজে ৩৬০ রান করে যুগ্মভাবে বাবর আজমের সঙ্গে শীর্ষে গিল।
সেই গিলকে মঙ্গলবার ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, শচীন এবং বিরাটের মধ্যে একজনকে বেছে নিতে। জবাবে গিল বেছে নিয়েছেন বিরাটকেই। কারণ হিসেবে তরুণ ব্যাটার বলেছেন, ‘আমার বাবা শচীনের বিরাট ভক্ত ছিল। শচীন যখন অবসর নেয়, তখন আমি খুবই ছোট। খেলাটা ভাল করে বুঝতামই না। কিন্তু যখন ক্রিকেট বুঝতে শুরু করলাম, তখন বিরাট ভাই চুটিয়ে খেলে যাচ্ছে। ব্যাটসম্যান হিসেবে বিরাট ভাইয়ের থেকে অনেক কিছু শিখেছি।’
এদিকে সিরিজ জয়ের পর শুভমানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেতা রোহিত। যিনি দীর্ঘদিন পর একদিনের ক্রিকেটে শতরান পেলেন।
আরও পড়ুন: গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু, ধৃত তিন
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান