আজকাল ওয়েবডেস্ক: এই মরসুমটাই শেষ।
আইপিএল থেকে অবসরের ঘোষণা করলেন আম্বাতি রায়ডু। মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস, এই দুই দলের হয়ে ১৩ বছর আইপিএল খেলার পর এবার পাকাপাকিভাবে প্যাড-গ্লাভস খুলে ফেলার সিদ্ধান্ত নিলেন রায়ডু।
শনিবার টুইট করে রায়ডু লেখেন, ‘আমি আনন্দের সঙ্গেই জানাচ্ছি, এটা আমার শেষ আইপিএল। এটা খেলতে গিয়ে এবং ১৩ বছর ধরে দুটো অসাধারণ টিমের অংশ হিসেবে দারুণ সময় কাটিয়েছি। মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসকে এই অসাধারণ জার্নির জন্য ধন্যবাদ জানাই।’ পরে অবশয় এই টুইট ডিলিট করে দেন রায়ডু।
আরও পড়ুন: উইলিয়ামসনদের হারিয়ে মিরাকেলের আশায় থাকতে চায় কেকেআর
আইপিএলে মোট ১৮৭টি ম্যাচ খেলেছেন রায়ডু। ২৯.২৮ গড়ে করেছেন ৪১৮৭ রান। স্ট্রাইক রেট ১২৭.২৬। ২০১০ থেকে ২০১৭ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ডান হাতি ব্যাটার। দলের মিডল অর্ডারে স্তম্ভ হয়ে উঠেছিলেন তিনি। এরপর ধোনির চেন্নাইতেও বড় ভরসা ছিলেন রায়ডু। প্রয়োজনে বিধ্বংসী ইনিংস কিংবা ধরে খেলা, দুটোতেই পারদর্শী তিনি। জাতীয় দলে আর সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। ৩৬ বছর বয়সে এসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকেও গুডবাই জানালেন রায়ডু।
Debasree Roy: ‘আপাতত রাজনীতিতে নয়’, জানালেন দেবশ্রী
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই