Akash Madhwal: বুমরার সঙ্গে তুলনা করা হচ্ছে মাধওয়ালের, কী বললেন বুম বুম? 

আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সে কি যশপ্রীত বুমরার জায়গা নিতে পারবেন আকাশ মাধওয়াল? এত তাড়াতাড়ি এই প্রশ্ন তোলা বোধহয় ঠিক নয়।

কিন্তু চলতি আইপিএলে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন তরুণ পেসার। চোটের জন্য আইপিএলের শুরুতেই ছিটকে যান বুমরা। অধিকাংশ ম্যাচ খেলতে পারেননি আর্চার। শেষমেষ ছিটকেও যান। যার ফলে মুম্বইয়ের প্রধান চিন্তা ছিল ডেথ বোলিং। তাই বাধ্য হয়েই নেট বোলারকে দলে নেওয়া হয়। ভরসার মান রেখেছেন মাধওয়াল। এর আগে গুজরাটের বিরুদ্ধে তিন উইকেট নিয়েছিলেন। গতকাল লখনউয়ের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে শিরোনামে চলে আসেন। চার বছর আগেও খেপ খেলে বেড়াতেন। ওয়াসিম জাফরের অধীনে কেরিয়ারের মোড় ঘুরে যায়। কাকতালীয়ভাবে, এলিমিনেটরের আগে তরুণ পেসারের ভূয়সী প্রশংসা করেন রোহিত। বুমরার বিকল্প হিসেবে মাধওয়ালের নাম উল্লেখ করেন মুম্বইয়ের নেতা। যার বিকল্প হিসেবে আকাশকে ভাবা হচ্ছে, সেই বুম বুম এখন অস্ত্রোপচারের পর রিহ্যাবে। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না তাঁকে। কিন্তু মাধওয়ালের এই সাফল্যের পর অভিনন্দন জানিয়ে টুইট করেন। বুমরা লেখেন, আকাশ মাধওয়ালের দারুণ স্পেল। মুম্বই ইন্ডিয়ান্সকে শুভেচ্ছা। অসাধারণ জয়।' এবার মাধওয়ালের ভরসায় ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছে মুম্বই। 

আকর্ষণীয় খবর