আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে হবে ২০৩২ সালের অলিম্পিক।
২০০০ সালে সিডনিতে অলিম্পিকের আসর বসেছিল। অর্থাৎ ৩২ বছর পর ফের অলিম্পিকের আসর বসবে অস্ট্রেলিয়ায়। বুধবার টোকিও থেকেই ২০৩২ অলিম্পিকের আয়োজক হিসেবে ব্রিসবেনের নাম ঘোষণা করা হয়েছে।
৭২–৫ ভোটের ফলাফলে বেছে নেওয়া হয়েছে ব্রিসবেনকে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলে দিয়েছেন, ‘আমরা জানি কীভাবে সফল অলিম্পিক আয়োজন করতে হয়।’ ব্রিসবেনের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দু’হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বাজি পোড়ানো হয় ব্রিসবেন শহরে। এদিকে শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে টোকিও অলিম্পিক। করোনা অতিমারির জন্য একবছর পিছিয়ে গিয়েছে অলিম্পিক। আবার যেমন ২০২৪ অলিম্পিক হবে প্যারিসে। ২০২৮ অলিম্পিকের আসর বসবে লস অ্যাঞ্জেলেসে।
যদিও বেশ কিছু মাস আগেই আন্দাজ করা গিয়েছিল ২০৩২ সালের অলিম্পিক আয়োজনের দায়িত্ব ব্রিসবেন পাবে। এই করোনা অতিমারির মধ্যেও তাই অস্ট্রেলিয়ার একাধিক প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন টোকিওতে। ২০৩২ সালের অলিম্পিক আয়োজনে আগ্রহ দেখিয়েছিল হাঙ্গেরি, চিন, জার্মানি। শেষপর্যন্ত বাজিমাত করল ব্রিসবেন।
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার
Arpita Mukherjee: সংশোধনাগারে বিন্দাস মুডে অর্পিতা, করছেন আমিষ পদের আবদার
Kolkata HC: মন্ত্রিসভা থেকে পরেশ অধিকারীকে সরানোর দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা