Virat Kohli:‌ কোহলির থেকে নাকি তাঁর রেকর্ড ভাল, দাবি করে বসেছেন এক পাক ক্রিকেটার 

আজকাল ওয়েবডেস্ক:‌ বিরাট কোহলির থেকেও নাকি তাঁর রেকর্ড ভাল।

এমনটাই দাবি করেছেন পাকিস্তানের হয়ে গুটি কয়েক ম্যাচ খেলা খুররম মনজুর। দেশের হয়ে ১৬টি টেস্ট, সাতটি ওয়ানডে এবং তিনটি টি–২০ ম্যাচ খেলেছেন মনজুর। 
পাক ক্রিকেটারের দাবি, ঘরোয়া ক্রিকেটে নাকি কোহলির থেকে তিনি বেশি রান করেছেন। তবে তুলনায় যে যাচ্ছেন না, সেটাও বলেছেন এই প্রাক্তন পাক ক্রিকেটার। ২০১৬ সালে শেষবার পাকিস্তানের হয়ে খেলা খুররমের কথায়, ‘‌বিরাটের সঙ্গে কোনও তুলনায় যাচ্ছি না। তবে ৫০ ওভার বা অন্য যে কোনও ঘরানা হোক, ঘরোয়া ক্রিকেটে রানের নিরিখে আমি শীর্ষে থেকেছি। কোহলি যেখানে প্রতি ছয় ইনিংয়ে একটি শতরান করেছে, সেখানে আমি ৫.‌৬৮ ইনিংসে একটি করে শতরান করেছি। এটা কিন্তু বিশ্বরেকর্ড। গত ১০ বছর ধরে আমার গড় ৫৩। ঘরোয়া ক্রিকেটের রেকর্ড বলছে আমি আছি পাঁচ নম্বরে।’‌ 
ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেছেন, ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে রান করা সত্ত্বেও তিনি জাতীয় দলে ব্রাত্য থেকেছেন। মনজুরের কথায়, ‘‌শেষ ৪৮ ইনিংসে ২৪ শতরান রয়েছে আমার। ২০১৫ থেকে এখনও অবধি যারা পাকিস্তানের হয়ে ওপেন করেছে, তাদের চেয়ে আমার রান বেশি। ঘরোয়া টি২০ ক্রিকেটেও ব্যক্তিগত সর্বোচ্চ রান আমারই দখলে। ঘরোয়া ক্রিকেটে আট থেকে নয়টি রেকর্ড রয়েছে। তারপরেও জাতীয় দলে ব্রাত্য থেকেছি।’‌ 
প্রসঙ্গত সিন্ধ প্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন মনজুর। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১২ হাজারের বেশি রান রয়েছে তাঁর। লিস্ট এ ক্রিকেটে রয়েছে প্রায় আট হাজার রান।  

আরও পড়ুন:‌ কংগ্রেস ছাড়লেন একে অ্যান্টনির ছেলে অনিল, কেন?‌ 
 
 

আকর্ষণীয় খবর