আজকাল ওয়েবডেস্ক: যোগাসনের উপকারিতা নিয়ে বরাবরই সরব মোদি সরকার। এবার যোগকে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তুলে দিলেন উপ রাষ্ট্রপতি স্বয়ং। শুক্রবার তামিলনাড়ুর কোয়াম্বাটোরে সদ্গুরুর আদি যোগী আশ্রমে মহা শিবরাত্রির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। শিব পুরাণ অনুযায়ী, পৃথিবীতে যোগের সূচনা মহাদেবের হাত ধরে। তাই তাঁর আরেক নাম আদি যোগী। সেকথা স্মরণ করিয়ে নাইডু বলেন, ‘যোগ কোনও ধর্ম নয়। এটা একটা বিজ্ঞান যা আপনাকে মানসিক শান্তি দেয়। এটা প্রাচীন শিল্পকলা। আমাদের সবার যোগ করা উচিত। আমি খুশি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্যোগ নিয়েছেন যোগকে রাষ্ট্রপুঞ্জে পৌঁছে দিতে। এজন্য প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ।’
এরপরই নিজের নিরপেক্ষ রাজনৈতিক অবস্থান বোঝাতে নাইডুর সাফাই, ‘যোগ কোনও রাজনৈতিক কার্যকলাপ নয়। এটাকে রাজনৈতিক আঙ্গিকে দেখা অনুচিত। মোদির জন্য যোগ করবেন না, আপনার শরীরের জন্য যোগাসন করুন।’ উপ রাষ্ট্রপতির মতে, আজকের বিশ্বে বৈষয়িক সুখ নয়, প্রকৃত শান্তির জন্য শিবের কাছ থেকে শিক্ষা প্রয়োজন। তিনি বলেন, ‘আদি যোগীই প্রথম যৌগিক বিজ্ঞানকে মানবতায় পরিবর্তিত করেছিলেন।’
শুক্রবার ওই আশ্রমে গিয়েছিলেন কেন্দ্রীয় পরিবারকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী চৌবে। সেখানে সিএএ বিরোধিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুঃখপ্রকাশ করে তিনি বলেন, কংগ্রেস সহ বিরোধীদের এটা বুঝতে হবে যে এটা করে দেশের অমর্যাদা করছে তারা।
ছবি: এএনআই