আজকাল ওয়েবডেস্ক: দেশের ধুঁকতে থাকা অর্থনীতির কারণে নামী তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলির আর্থিক বৃদ্ধিতেও ঘআটতি দেখা দিয়েছে। তার ফলস্বরূপ এই সব কোম্পানিগুলির মাঝামাঝি স্তরের বহু কর্মীর চাকরিরই এখন টলমল দশা। মোটা বেতন পাওয়া মাঝামাঝি স্তরের কমপক্ষে ৩০০০০–৪০০০০ কর্মীকে ছাঁটাই করতে পারে দেশের নামী তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলি। সোমবার সেই ইঙ্গিত দিলেন আরিন ক্যাপিটাল এবং মণিপাল গ্লোবাল এডুকেশন সার্ভিসের চেয়ারম্যান টিভি মোহনদাস পাই। তাঁর প্রশ্ন, ‘যখন আপনি মোটা বেতন পাচ্ছেন কিন্তু কাজে ঠিক মতোন দক্ষতা দেখাতে পারছেন না তখন আপনার আর সেখানে থাকা উচিত কি?’ পাই বললেন, ভারত সহ পশ্চিমের দেশগুলিতেও প্রতি পাঁচ বছর অন্তর এই অবস্থা হয়।
কারণ যখন অর্থনীতির বিকাশ ঘটে তখন কোম্পানিগুলতেও বৃদ্ধি হয়। তখন প্রচুর কর্মসংস্থান হয়। কর্মীদেরও দ্রুত উন্নতি হয়। কিন্তু কয়েক বছর পর অর্থনীতি কিছুটা ঝিমিয়ে পড়লে মোটা বেতনের কর্মীদের ছাঁটাই করতেই হয় কোম্পানি বাঁচাতে। তবে ওই সব কর্মীদের নিজস্ব দক্ষতা থাকলে তাঁরা অন্যান্য ক্ষেত্রেও ভালো চাকরি পেয়ে যান বলেও জানিয়েছেন পাই।