আজকাল ওয়েবডেস্ক: নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ‘মানিকে মাগে হিঠে’ গান।
এরপরই বাংলায় বিভিন্ন গান এই গানের সঙ্গে ম্যাশ আপ করা হয়। সেগুলিও ভাইরাল হয়েছে। আর এবার শ্রীলঙ্কার গায়িকা ইওহানির ‘মানিকে মাগে হিঠে’ গানের সুরে একটি গান উৎসর্গ করা হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। গানের নাম মা-মাটি-মানুষ হিঠে।’ কয়েকদিন আগেই নেটমাধ্যমে আপলোড করা হয়েছে এই গান। সমগ্র গানটিতে উল্লেখ রয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর। উল্লেখ করা হয়েছে তাঁর সরকারের সাফল্য কাহিনি। গানের প্রথম লাইন ‘মা-মাটি-মানুষ হিঠে, এ তোমার স্নেহের হাতছানি, আমি জানি।’ এরপরেই গানের মধ্যে রয়েছে ‘তুমি মমতাময়ী মা..তুমি জগজ্জননী মা।’
আরও পড়ুন: ‘মানিকে মাগে হিঠে’ গানে সরগরম নেটদুনিয়া, প্রশংসায় পঞ্চমুখ গায়ক-অভিনেতারা, সুরেই বাজিমাত ইয়োহানির
গানটি গেয়েছেন মেদিনীপুরের রাজেশ চক্রবর্তী এবং তাঁর মেয়ে অপরাজিতা। রাজেশবাবু এলাকায় সমাজসেবী হিসাবে পরিচিত। গানের প্রযোজনাতেও ছিলেন রাজেশ। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী কাজের মাধ্যমে বিশ্বে নজির গড়েছেন। আর তাইগানটি গেয়ে মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করেছি।’ গানের গায়িকা তথা রাজেশবাবুর মেয়ে বলেন, ‘এর আগে কোনও দিন গান রেকর্ড করিনি। এই গানটিই প্রথম রেকর্ড করেছি।’ শুনে নিন জনপ্রিয় এই গানটি।
East West Metro: বন্ধ হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, কেন?
Paresh Adhikari: দীর্ঘক্ষণ জেরার পরেও নিস্তার নেই, শনিবার ফের নিজাম প্যালেসে তলব করা হল পরেশ অধিকারীকে
Book: ফুটপাতে জনগণের জন্য ফ্রিজ বসিয়েছেন, এবার তৌসিফের লক্ষ্য বাস স্টপে বুক শেলফ
KMC: শহরের বহুতলে স্পট মিউটেশন শুরু করবে কলকাতা পুরসভা