Social Viral: সাঁ সাঁ করে ছুটছে গাড়ি, স্টিয়ারিং হাতে ৯৫ বছর বয়সী বৃদ্ধা! দেখুন সেই ভাইরাল ভিডিও

আজকাল ওয়েবডেস্ক: সাঁ সাঁ করে ছুটছে মারুতি এসি ৮০০ গাড়ি।

ব্যস্ত জাতীয় সড়কে স্টিয়ারিং হাতে দূরন্ত গতিতে সেটি চালাচ্ছেন ৯৫ বছরের এক বৃদ্ধা! হ্যাঁ অবিশ্বাস্য হলেও এটাই ধ্রুব সত্যি। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যা দেখে কার্যত থ প্রত্যেকে। 

ওই প্রবীণ গাড়ির চালক হলেন মধ্যপ্রদেশের দেওয়াস জেলার নবতিপর রেশমবাঈ তনওয়ার। ইচ্ছা, জেদ আর সাহস থাকলে যে কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না এমনকী বয়সও নয়, তাই প্রমাণ করলেন এই বৃদ্ধা। জানা গিয়েছে, রেশমবাঈ তাঁর ছেলে সুরেশ সিংয়ের কাছে গাড়ি শেখার আগ্রহ প্রকাশ করেন। মায়ে ইচ্ছা রাখতেই তাঁকে গাড়ি চালানো শেখান তিনি। এরপরই তিনমাসের মধ্যে পুরোপুরি শিখে নেন রেশমবাঈ। আর তারপরেই কেল্লাফতে। যদিও এই বয়সে তাঁর গাড়ি চালানো নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু সকলকে ভুল প্রমাণ করে ভাইরাল হলেন ৯৫ বছরের এই বৃদ্ধা।

 

খোদ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানও পোস্ট করেছেন সেই ভিডিও পোস্ট করেছেন। একই সঙ্গে তিনি লেখেন, ‘ঠাকুমা আমাদের সকলকে এটাই শেখালেন যে, যদি আগ্রহ থাকে তা হলে বয়স বাধা হয়ে দাঁড়াতে পারে না। ইচ্ছা ও উদ্যমটাই আসল।’

আরও পড়ুন: বাড়িতেই কাটান পুজো, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নয়া নির্দেশিকায় মন খারাপ কলকাতার  

আকর্ষণীয় খবর