আজকাল ওয়েবডেস্ক: মোদির সাধের ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচি–তে নতুন পালক যুক্ত হল। শুরু হল ভারতের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুটার। এই সাইটের প্রথম পেজ খুললেই ভেসে উঠবে ‘স্বদেশী আন্দোলন ২.০। আরও লেখা আছে, ভারতেরও নিজস্ব একটি স্বদেশীয় সোশ্যাল নেটওয়র্ক থাকা উচিত বলে আমরা মনে করি। তা না হলে ভারত শুধু আমেরিকার কোম্পানি টুইটারের ডিজিটাল উপনিবেশ হয়ে থেকে যেত, ঠিক যেমন আগে আমরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছিলাম।’
এবছরের জুনে শুরু হয়েছে এই সাইট। ইতিমধ্যেই দেশের বিশিষ্টজনদের কাছে অতি জনপ্রিয় হয়ে উঠেছে এই সাইট। সাংবাদিক ভেঙ্কট অনন্ত বলেছেন, এই অ্যাপে অ্যাপিয়ার করেছেন মোদি, অমিত শাহ, অভিষেক বচ্চন এবং বিরাট কোহলি। কিন্তু যেহেতু এঁদের কারও কাছ থেকে আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি এই অ্যাপ ব্যবহারের তাই ‘অ্যাপিয়ার’ শব্দবন্ধই ব্যবহার করা হয়েছে। এবছর জুনে শুরু হয়েছে এই অ্যাপ। প্রথম অ্যাকাউন্টও ওই মাসেই খোলা হয়েছে এখানে।