Jupiter: বৃহস্পতির যমজ ভাইকে খুঁজে পেলেন বিজ্ঞানীরা! পৃথিবী থেকে কতদূরে জানেন? 

আজকাল ওয়েবডেস্ক: সৌরজগতের গ্রহদের মধ্যে বড়দা কে জানেন তো? কে আর, বৃহস্পতি।

চকচকে রঙ, প্রকাণ্ড চেহারা, গ্যাসের ঝড় নিয়ে সে এক হুলুস্থুল কাণ্ড। কিন্তু জানেন কি, বৃহস্পতির এক যমজ ভাই আছে? প্রায় একই রকম তার বৈশিষ্ট্য আর সবথেকে অদ্ভুত, আমাদের সূর্য থেকে আমাদের বৃহস্পতির যা দূরত্ব, ওই বৃহস্পতিও তার সূর্য থেকে প্রায় ততটাই দূরে।

এ হল এক এক্সোপ্ল্যানেট। অর্থাৎ অন্য সৌরজগতের গ্রহ। K2-2016-BLG-0005Lb নামের এই এক্সোপ্ল্যানেটটি আবিষ্কার করেছেন একদল অ্যাস্ট্রোফিজিসিস্ট। নাসার কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে ২০১৬ সালে পাওয়া তথ্য দিয়েই খোঁজ পাওয়া গেছে নয়া বৃহস্পতির। এই টেলিস্কোপ এতদিনে মিল্কিওয়ে গ্যালাক্সিতে প্রায় ২৭০০ গ্রহের সন্ধান দিয়েছে। কিন্তু এতদিন যতদূর পর্যন্ত গ্রহের সন্ধান পাওয়া গেছে তার দ্বিগুণ দূরত্বে অবস্থান করছে বৃহস্পতির এই যমজ।

আরও পড়ুন: প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ধারণে আজ 'এল ক্লাসিকো'! মুখোমুখি ম্যান সিটি লিভারপুল

পৃথিবী থেকে ১৭০০০ আলোকবর্ষ দূরে রয়েছে K2-2016-BLG-0005Lb। এর সন্ধান পেতে বিজ্ঞানীরা অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি এবং গ্র‍্যাভিটেশনাল মাইক্রোলেন্সিং নামক এক পদ্ধতির সাহায্য নিয়েছেন। বিজ্ঞানীদের এই গবেষণা পত্র রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জার্নালে প্রকাশিত হয়েছে।

আকর্ষণীয় খবর