আজকাল ওয়েবডেস্ক: চন্দ্রযান ২–এর ল্যান্ডারের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করার সবরকম প্রচেষ্টা চালাচ্ছে ইসরো। এবার এই কাজে ইসরোর পাশে দাঁড়াল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মার্কিন গবেষণা সংস্থা জানিয়েছে, নাসার জেট প্রোপালশন ল্যাবরেটোরি থেকে বিক্রমকে সংকেত পাঠানোর চেষ্টা করা হচ্ছে। সেই সংকেত গ্রহণ করেছে ভারতের চন্দ্রযান ২–এর অরবিটার। কিন্তু ল্যান্ডার বিক্রম এখনও সেই সংকেত গ্রহণ করেনি। এই কাজে চেষ্টার কোনও ত্রুটি রাখতে চাইছেন না নাসার বিজ্ঞানীরা।
সম্প্রতি ইসরো জানিয়েছে, চন্দ্রপৃষ্ঠ থেকে যখন ৪০০ মিটার উচ্চতার মধ্যে ছিল ল্যান্ডার, সেই সময় ইসরোর গ্রাউন্ড কন্ট্রোলের বিক্রমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিক্রমকে সফ্টল্যান্ডিং করাতে ব্যর্থ হয়েছে ইসরো। হার্ড ল্যান্ডিংয়ের ফলে চাঁদের বুকে আছড়ে পড়ায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বিক্রম। যার ফলে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। শুক্রবার ইসরো জানিয়েছে, আগামী ২০ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা চালানো হবে। অর্থাৎ চাঁদের মাটিতে এখন যে স্থানে রয়েছে বিক্রম, সেখানে যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণই এই চেষ্টা চলবে।
অর্থাৎ ইসরোর হাতে সময় অনেক কম। তাই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে ইসরোর হাত মেলানোতে অনেকেই আশার আলো দেখছেন।