Nasa: ২০২৪ সালের চন্দ্রাভি‌‌যানের জন্য চার মহাকাশচারীর নাম ঘোষণা করল নাসা

‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ নাসার আর্টেমিস–টু মিশন ২০২৪ সালে চারজন মহাকাশচারীকে চাঁদে পাঠাবে।

দীর্ঘ ৫০ বছর পর চাঁদের মাটিতে ফের মানুষ পাঠাতে চলেছে নাসা। নাসা চারজন মহাকাশচারীর নাম ঘোষণা করে দিয়েছে। তাঁদের মধ্যে আছেন, কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন বিশেষজ্ঞ ক্রিস্টিয়ানা কোচ ও জেরেমি হ্যানসন। চার মহাকাশচারীর মধ্যে তিনজন আমেরিকান, একজন কানাডিয়ান। এই চার মহাকাশচারী চাঁদে আর্টেমিস–টু মিশনে অংশ নিতে যাচ্ছেন। এরপর আর্টেমিস–থ্রি মিশনে চাঁদে অবতরণ করবেন মহাকাশচারীরা। 
প্রসঙ্গত, নীল আর্মস্ট্রং প্রথম মানুষ যিনি চাঁদে পা রেখেছিলেন। 

আকর্ষণীয় খবর