আজকাল ওয়েবডেস্ক: ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে আজ অর্থাৎ শুক্রবার।
চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৮টা ১৬ মিনিটে। গ্রহণ ছেড়ে যাবে রাত ১২টা ৫০ মিনিটে। গ্রহণ চলবে ৪ ঘণ্টা ১৫ মিনিট ধরে। এই গ্রহণ ভারত সহ বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ–পূর্ব ইউরোপ এবং এশিয়া মহাদেশের কিছু কিছু অংশ থেকে দেখা যাবে। এই বিরল মহাজাগতিক ঘটনা এদিনের পর আবার দেখতে অপেক্ষা করতে হবে প্রায় দু’দশক। ২০৪২ সালে আবার এমন ঘটনা আকাশে দেখা যাবে। অর্থাৎ, আজকের গ্রহণ দেখতে না পারলে তেমন ঘটনার পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করতে হবে ১৯ বছর।