আজকাল ওয়েবডেস্ক: ওমিক্রন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লেও এই ভ্যারিয়েন্টের ততটা মারণ ক্ষমতা নেই।
কোভিডের টিকা নেওয়া থাকলে ৬৫ বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রেও ততটা ভয়াবহ আকারে থাবা বসাতে পারছে না ওমিক্রন, এমনটাই রিপোর্ট উঠে এসেছে ব্রিটেনের এক গবেষণায়।
গবেষণার ফলে দেখা গিয়েছে, করোনার দু’টি ডোজ নেওয়ার পরেও যদি ৬৫ বছর বা তার বেশি বয়সি ব্যক্তিরা কোভিডে আক্রান্ত হন তাহলে তাঁদের হাসপাতালে ভর্তি হওয়ার হার তিন মাস পর কমে ৭০ শতাংশ হচ্ছে। ছয় মাস পর সেই হার কমে গিয়ে হচ্ছে ৫০ শতাংশ। এমনকী, যাঁরা বুস্টার ডোজ নিচ্ছেন তাঁদের তিন মাসের মধ্যেই হাসপাতালে ভর্তির হারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে।
গবেষণার ফল নিয়ে জয়েন্ট কমিটি অন ভ্যাক্সিনেশন অ্যান্ড ইমিউনাইজেশনের অধ্যাপক ভাই শেন লিম বলেন, ‘গবেষণার ফলাফল আমাদের যথেষ্ট উৎসাহিত করেছে। বুস্টার টিকা নেওয়ার প্রয়োজনের স্বপক্ষে এই গবেষণার ফল সিলমোহর দিল।’
আরও পড়ুন: যেমন কথা তেমন কাজ, অভিষেকের নির্দেশে ডায়মন্ড হারবারে জোরকদমে চলছে কোভিড টেস্ট
তবে বুস্টার টিকার প্রয়োজন হলেও দ্বিতীয় পর্বের বুস্টার টিকা প্রয়োজন আছে বলে এখনই মনে করছে না ব্রিটেনের জয়েন্ট কমিটি অন ভ্যাক্সিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন। আপাতত সকলকেই বুস্টার টিকা দেওয়ার কথা ভাবা হচ্ছে।
Mir Afsar Ali: এত বছরের 'জার্নি' শেষ! মির্চি ছাড়লেন মীর
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Thief In Kalighat: রথযাত্রার দিন কালীঘাটের এই বাড়িতে চুরি করতে এসেছিল চোর, তারপর যা হল...
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের