আজকাল ওয়েবডেস্ক: নাম গ্রিনল্যান্ড হলেও দেশটি বরফে ভর্তি।
এই গ্রিনল্যান্ডের ‘আইস শিট’ গলার কথা পরিবেশবিদরা অনেক আগেই জানিয়েছিলেন। আইস শিট হল বেশ খানিকটা জায়গা জুড়ে একটি বরফের স্তূপ। কখনও কখনও এর আকার একটা ছোটখাট শহরের মতো হতে পারে। এহেন আইস শিট গলে গেলে বিপদ। আর সেই বিপদের সম্মুখীন আমেরিকার ফ্লোরিডা প্রদেশ।
Massive melting event in Greenland. While not as extreme as in 2019 in terms of gigatons (left image - but still would be enough to cover Florida with two inches of water), the area over which melting takes place (right image) is even a bit larger than two years ago. pic.twitter.com/rEeDIlYTA7
— Polar Portal (@PolarPortal) July 29, 2021
পরিবেশ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই সপ্তাহে গ্রিনল্যান্ডের আইস শিট এতটাই গলেছে যে তার ফলে গোটা ফ্লোরিডা দুই ইঞ্চি (৬ সেমি) জলের তলায় চলে যেতে পারে। এই কথা তাঁরা তাঁদের ওয়েবসাইট পোলার পোর্টালে জানিয়েছেন। শেয়ার করেছেন পোলার পোর্টালের টুইটার হ্যান্ডল থেকেও।
বিজ্ঞানীরা বলছেন, ২০১৯ সালের মতো বড় না হলেও এবারের আইস শিট বড় অঞ্চলকে প্রভাবিত করতে পারে। জানা গেছে, প্রায় ২২ গিগাটন বরফ গলে গেছে গত বুধবার। এইবরফ গলা জল জমা হয়েছে সমুদ্রে, জানালেন বেলজিয়ামের লিজ ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞানী জেভিয়ার ফেটোয়েইস। তিনি এবং অন্যান্য আরও গবেষকরা জানাচ্ছেন, ১৯৫০ সালের পর থেকে এটা একদিনে সবথেকে বেশি বরফ গলায় তৃতীয় স্থানে রয়েছে। এক ও দুই নম্বরে আছে ২০১২ এবং ২০১৯ সালের বরফ গলা।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান