Flex Fuel: পেট্রল-‌ডিজেলের সঙ্গে ইথানল মিশিয়ে চলবে গাড়ি, ‘‌ফ্লেক্স-‌ফুয়েল’ চালু করতে চলেছে কেন্দ্র

আজকাল ওয়েবডেস্ক:‌ এবার ‘‌ফ্লেক্স-‌ফুয়েল’ চালু করতে চাইছে কেন্দ্র।

পেট্রল-‌ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির জেরে এমনই সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। সুপ্রিম কোর্টের সম্মতির পর প্রতিটি গাড়িতে ‌‘‌ফ্লেক্স-‌ফুয়েল’‌ ইঞ্জিন বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্র। কিন্তু কী এই ফ্লেক্স-‌ফুয়েল গাড়ি?‌

ফ্লেক্স ফুয়েল গাড়িতে পেট্রল-‌ডিজেলের সঙ্গে ইথানল মিশিয়ে গাড়ি চলবে। যেমন কোনও গাড়ি পেট্রল বা ডিজেলে চলে। যার ফলে কিন্তু ফ্লেক্স ফুয়েল গাড়ির ইঞ্জিন বিশেষভাবে তৈরি হয়। একের অধিক জ্বালানিতে এই গাড়ি চলবে। এই ধরনের গাড়ি ব্রাজিল, সুইডেন, ফ্রান্স, জার্মানিতে জনপ্রিয়। নীতিন গড়কড়ি জানিয়েছেন, ‘‌আমরা প্রতিটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার ক্ষেত্রে ‘‌ফ্লেক্স-‌ফুয়েল’ ইঞ্জিন বাধ্যতামূলক করতে চলেছি। সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়া হয়েছে। সম্মতি এলে সমস্ত প্রস্তুতকারী সংস্থাকে এই অর্ডার পাঠিয়ে দেওয়া হবে।’‌

আরও পড়ুন: তিস্তার মৃত্যু ‘‌দুর্ঘটনা’ বিশ্বাস হচ্ছে না, বাইক পিছু নিয়েছিল, বিস্ফোরক ‌রূপা গাঙ্গুলি

এদিকে পেট্রল-‌ডিজেলের লাগাতার দাম বাড়ছে। এই পরিস্থিতিতে যদি প্রতিটি গাড়িতে ‘‌ফ্লেক্স-‌ফুয়েল’ ইঞ্জিন চালু হয় তবে জ্বালানির জ্বালা কমবে সাধারণ মানুষের।

আকর্ষণীয় খবর