Geomagnetic Storm: ‌খুব সাবধান!‌ ধেয়ে আসছে সৌরঝড়, বিঘ্ন হতে পারে মোবাইল পরিষেবা 

আজকাল ওয়েবডেস্ক:‌ সাবধান।

ধেয়ে আসছে সৌরঝড়। তা শনিবারই আছড়ে পড়তে চলেছে পৃথিবীতে। শুক্রবার মার্কিন মহাকাশ আবহাওয়া সংক্রান্ত সংস্থা ‘ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’‌ এর তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, বড়সড় একটি ‘সান স্পট’ নজরে পড়েছে। বৃহস্পতিবার দেখা গিয়েছে সূর্যের শরীর থেকে ‘করোনাল মাস ইজেকশন’ হচ্ছে। যা দু’দিনের মধ্যেই পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:‌ Pfizer Vaccine For Children: শিশুদের জন্য জরুরি ভিত্তিতে ফাইজার টিকার অনুমোদন দিল আমেরিকা

 
বিজ্ঞানীরা বলছেন, এই সৌরঝড়ের দাপটে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বকক্ষেত্রে কম্পন দেখা যাবে। এর ফলে দুই মেরুতে ঘনঘন মেরুজ্যোতির দেখা মিলবে। বেশ কিছু সময়ের জন্য অকেজো হয়ে যেতে পারে যাবতীয় রেডিও যোগাযোগ ব্যবস্থা। দক্ষিণ মেরু, উত্তর মেরু, ইউরোপ, উত্তর আমেরিকায় এই ঝড়ের প্রভাব বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। প্রভাব পড়তে পারে ভারতীয় উপমহাদেশেও। বিদ্যুৎ পরিষেবার পাশাপাশি জিপিএস ও মোবাইল পরিষেবাতেও ব্যাঘাত ঘটার তীব্র আশঙ্কা রয়েছে। শুধু তাই নয়, আগামীদিনে সৌরঝড় থেকে পৃথিবীর আরও ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। আমেরিকার আরভিনে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি গবেষণা বলছে, এমন এক সৌরঝড় আছড়ে পড়তে পারে পৃথিবীতে, যার ধাক্কায় নামতে পারে বড়সড় বিপর্যয়। বলা হচ্ছে, সেই ঝড়ের প্রভাব পড়তে পারে ১.৬ শতাংশ থেকে ১২ শতাংশ পর্যন্ত। তবে এর ফলে স্থানীয় ইন্টারনেট পরিকাঠামোর ক্ষতি হবে না। অপটিক্যাল ফাইবারবাহিত পরিষেবার ক্ষেত্রে বিপদ না থাকলেও আসল সমস্যা সমুদ্রের তলায় অবস্থিত কেবল লাইনের ক্ষেত্রে। যদি সেগুলি ওই সৌরঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আন্তর্দেশীয় পরিকাঠামো একেবারে ভেঙে পড়ার আশঙ্কা থাকছে। 

আকর্ষণীয় খবর