Facebook Now Meta: ফেসবুকের নাম বদল! এবার থেকে পরিচয় ‘মেটা’

আজকাল ওয়েবডেস্ক: নাম বদল।

এবার থেকে ‘ফেসবুক’ হয়ে যাচ্ছে ‘মেটা’। নতুন নাম ঘোষণা করলেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই ফেসবুকের নাম পরিবর্তন নিয়ে জল্পনা চলছিল।  অবশেষে তাই সত্যি হল। অবশেষে বৃহস্পতিবার ফেসবুকের বার্ষিক সম্মেলনে এই ঘোষণা করলেন জুকারবার্গ। একইসঙ্গে মেটাভার্স সংযুক্ত করার বিস্তারিত পরিকল্পনা পেশ করেন তিনি।

তবে বদল হয়েছে শুধু ‘ফেসবুক’ কোম্পানির নাম। ফেসবুক অ্যাপ আগের মতোই চলবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ওকুলাসের কোম্পানির নাম ছিল ফেসবুক। সেটিই এখন বদলে হচ্ছে ‘মেটা’। দীর্ঘ ১৭ বছর পর নতুন নাম হল। মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ‘আমাদের মিশন একই থাকছে। ব্র্যান্ডের অ্যাপের কোনও পরিবর্তন হচ্ছে না। কেবল কোম্পানির নাম পরিবর্তিত হল। আমরা বিশ্বাস করি মেটাভার্সের হাত ধরে ভবিষ্যৎ বদলে যাবে ইন্টারনেটের।’ নিজেদের সোশ্যাল সাইটের সীমানায় না রেখে এবার মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্দেশ্যেই রিব্র্যান্ডিং করল এই সংস্থা।  

আকর্ষণীয় খবর