আজকাল ওয়েবডেস্ক: এখন দুনিয়া হয়ে গিয়েছে ডিজিটাল।
তবে নগদ টাকার প্রয়োজন ফুরোয়নি। নোটবন্দির পর থেকেই অবশ্য এটিএম কার্ড ব্যবহারের অভ্যেস বেড়েছে সাধারণ মানুষের। তবে এটিএম থেকে সব সময় তরতাজা নোট পাওয়া যায় না। মাঝে মধ্যেই ছেঁড়া-ফাটা নোট বেরোয়। যা দেখে অস্বস্তিতে পড়ে যায় মানুষ। তবে এমন পরিস্থিতিতে বিচলিত হবেন না। আপনি অতি সহজেই অকেজো নোটের বদলে ঠিকঠাক নোট পেয়ে যেতে পারেন। কিন্তু কীভাবে?
টাকা তোলার সময় অবশ্যই এটিএম থেকে ‘উইথড্রয়াল স্লিপ’টি সংগ্রহ করবেন। সেটি ফেলে না দিয়ে বরং আপনার কাছে রেখে দেবেন। এবার সেই স্লিপ এবং অকেজো নোটটি নিয়ে আপনার ব্যাঙ্কে যাবেন। ব্যাঙ্ক নোট বদলের জন্য আপনাকে একটি ফর্ম দেবে। সেটি পূরণ করে সঙ্গে স্লিপটি দিয়ে জমা করবেন। তাহলেই অকেজো নোটের বদলে পেয়ে যাবেন নতুন নোট। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, যে ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা হয়েছে, তার যে কোনও ব্রাঞ্চে গেলেই সেই নোট বদল হয়ে যাবে।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা