আজকাল ওয়েবডেস্ক: এবছরের এই জুন মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাকাশপ্রেমীদের কাছে। কারণ এই একটা মাসে ইতিমধ্যেই পাঁচটা গ্রহাণু পৃথিবীর উপর বা পাশ দিয়ে উড়ে গিয়েছে। এমনিতেই ৩০ জুন আন্তর্জাতিক গ্রহাণু দিবস হিসেবে পরিচিত। ২০১৬–র ডিসেম্বর প্রস্তাব পাস করে এই দিনটিকে এই নামে অভিহিত করেছিল রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা। কারণ, ১৯০৮ সালে এই দিনই রাশিয়ার সাইবেরিয়ার টুংগুসকায় আছড়ে পড়েছিল এখনও পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীদের কাছে পরিচিত সব থেকে ভয়ঙ্করতম এবং বৃহত্তম গ্রহাণু। যা নিশ্চিহ্ন করে দিয়েছিল ওই অঞ্চলের প্রাণীজগতের একাংশকে। প্রায় ২০০০ বর্গ কিলোমিটার বনভূমি ভস্মীভূত হয়ে গিয়েছিল। জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, হিরোশিমা এবং নাগাসাকিতে পড়া আণবিক বোমার থেকে ১০০০ গুণ শক্তিশালী ওই গ্রহাণুতে ১৫ মেগাটন টিএনটি–র শক্তি ছিল। তবে জনবসতি না থাকায় সেভাবে প্রাণহানি ঘটেনি। তারপর থেকেই গ্রহাণু আছড়ে পড়ার প্রভাব সম্পর্কে মানুষকে জানাতেই এই বিশেষ দিনটি পালিত হয়। তবে কোভিড মহামারীর জন্য লুক্সেমবার্গ থেকে এবার অনলাইনে এই দিনের যাবতীয় কর্মসূচি হবে বলেই জানানো হয়েছে।